15.4 C
Toronto
সোমবার, মে ৫, ২০২৫

আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার

আলোচিত যুবলীগ নেত্রী শোভা গ্রেপ্তার - the Bengali Times
যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভা ছবি সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যার মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৫ মে) বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ীর মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহনাজ পারভীন শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী বলে জানা যায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিল। তবে আত্মগোপনে থাকলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ভূমিকা পালন করে আসছেন বলে জানা যায়।

- Advertisement -

জানা গেছে, গ্রেপ্তার শোভা আশুলিয়া থানা যুবলীগের নেত্রী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্দোলনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তবে লুকিয়ে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, ‘ছাত্র-জনতা হত্যার ঘটনায় শাহনাজ পারভীন শোভার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার (০৬ মে) আদালতে পাঠানো হবে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, শোভা দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছিলেন। তবে আন্দোলনের সময় তার ভূমিকা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles