
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কমে না নেটিজেনদের। আপাতত যেমন আলোচনায় রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের বড় মেয়ে সারা। একসময় শুভমন গিল আর সারার প্রেমচর্চা ছিল তুঙ্গে। তবে এখন বলিপাড়ার অন্দরের খবর, বলি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে নাকি মন দিয়েছেন সারা।
সম্প্রতি ফিল্মফেয়ার এক প্রতিবেদনে দাবি করেছে, সারা ও সিদ্ধান্তকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে।
দুজনে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন।
ঘনিষ্ঠ সূত্রের মতে, তাদের সম্পর্ক এখনই গভীর কিছু না হলেও রসায়নটা জমে উঠেছে বেশ ভালোভাবেই। একে অপরের সঙ্গে সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন দুজনেই। ফলে প্রেমের গুঞ্জনও জোরালো হয়েছে।
সারার সঙ্গে আগেই জুড়ে ছিল ক্রিকেটার শুভমান গিলের নাম। বহুবার তাকে মাঠে সারার পাশে বসে খেলা দেখতে দেখা গেছে। আবার একসঙ্গে রেস্তোরাঁয় যাওয়ার ছবিও ভাইরাল হয়েছে।
যদিও সম্প্রতি এক পডকাস্টে শুভমান দাবি করেছেন, তিনি বহু বছর ধরেই সিঙ্গল! তাহলে কি সম্পর্কটা শুধুই গুজব ছিল? নাকি তা ভেঙে গেছে আগেই? সেটা পরিষ্কার করেননি এই ক্রিকেটার।
অন্যদিকে ‘গেহরাইয়া’ ছবিতে দীপিকার বিপরীতে অভিনয় করার সময় শোনা গিয়েছিল, সিদ্ধান্ত চতুর্বেদী এবং নভ্যা নভেলি নন্দার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন। যদিও এ নিয়ে কখনো মুখ খোলেননি কেউ।
সিদ্ধান্তের সঙ্গে শুধু প্রেম নয়, শোনা যাচ্ছে বলিউডে পা রাখতেও চলেছেন সারা। অভিনয় দুনিয়ায় পা রাখার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। আর সেই অভিষেকটা যদি সিদ্ধান্তের বিপরীতে হয়, তাহলে বলিউডে জমজমাট এক জুটি দেখার অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা।