7 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

ফের আলোচনায় মিথিলার ব্যক্তিজীবন

ফের আলোচনায় মিথিলার ব্যক্তিজীবন - the Bengali Times
দ্রৌপদীর শাড়িতে মোহনীয় রূপে মিথিলা

ওপার বাংলার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে তার দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন চলছে। শোনা যাচ্ছে, তাদের সম্পর্ক নাকি ভালো যাচ্ছে না, আর সে কারণেই মিথিলা বর্তমানে বেশিরভাগ সময় বাংলাদেশেই কাটাচ্ছেন। যদিও এই বিষয়ে মিথিলা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

ঢাকায় বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। একদিকে একটি নতুন রিয়েলিটি শো-এর বিচারক হিসেবে যুক্ত হয়েছেন, অন্যদিকে শিক্ষকতা ও গবেষণা ক্ষেত্রেও সক্রিয় রয়েছেন। পাশাপাশি একমাত্র মেয়ে আয়রার দেখভালেও নিজেকে নিয়োজিত রেখেছেন এই তারকা।

- Advertisement -

অভিনয়ের পাশাপাশি মডেলিংয়েও মিথিলা নিয়মিত। সম্প্রতি ‘দ্রৌপদীর শাড়ি’ থিমে একটি ফটোশুট করেছেন তিনি, যা সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। কমলা রঙের সুতি শাড়ি, খোলা আঁচল, স্লিভলেস ব্লাউজ ও লাইট মেকআপে মিথিলাকে দেখলে মনে হবে যেন পৌরাণিক দ্রৌপদীর আধুনিক রূপে আবির্ভাব। হাতে বালা-পলা আর চোখে মায়াময় চাহনিতে নতুন এক মোহ ছড়িয়েছেন তিনি।

এই ছবি প্রকাশের পর এক নেটিজেন বুদ্ধদেব বসুর ‘দ্রৌপদীর শাড়ি’ কবিতার পঙ্‌ক্তি উল্লেখ করে লেখেন, ‘রোদ্দুরের আঙুলে আঁকা মেঘের চেরা, হঠাৎ খুলে দিলো স্মৃতির অন্তহীন ফিতে; এমনি এক মেঘলা দিন, সীমান্তের শাসনহীন।’

তবে ফটোশুটে খোলামেলা শাড়ি পরা নিয়ে যেমন অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন, তেমনি কেউ কেউ হালকা সমালোচনাও করেছেন।

আলোচনা, প্রশংসা কিংবা সমালোচনা—সবকিছুর মাঝেও মিথিলা যেন নিজের মতো করেই পথ চলছেন, নিজের অবস্থানটি দৃঢ়ভাবে ধরে রাখছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles