6.4 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

ফুলবাড়িয়ায় ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক!

ফুলবাড়িয়ায় ঋণ দেওয়ার নামে ৮২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক! - the Bengali Times

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারে জনশক্তি নামক ভুয়া এনজিও প্রতিষ্ঠান খুলে প্রায় ১৪০০ মানুষের কাছ থেকে ৮২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। গ্রামের মানুষের প্রায় ৮২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একজন মাঠকর্মী লিখিত অভিযোগ দিলে শুক্রবার রাতে ময়মনসিংহ সদর ও ঈশ্বরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। পরে আজ শনিবার ফুলবাড়িয়া থানায় দুজনকে হস্তান্তর করা হয়।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলেন, এনজিওর মালিক পরিচয় দেওয়া মো. সাজেদুল ইসলাম (৫০) এবং তার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫)। সাজেদুল ইসলামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তাসলিমা আক্তারের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বিষয়টি নিয়ে কথিত এনজিওতে মাঠকর্মী হিসেবে কাজ করা ফারহানা খাতুন র‌্যাব অধিনায়কের কাছে অভিযোগ করেন। সহজশর্তে ঋণ দেওয়ার নামে গত বছরের এপ্রিল থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত এক বছর মাঠকর্মীদের মাধ্যমে ১৪০০ মানুষের কাছ থেকে প্রায় ৮২ লাখ টাকা উত্তোলন করে চক্রটি। কিন্তু গত ২৩ এপ্রিল থেকে অফিসে আসছে না তাসলিমা আক্তার। ২৪ এপ্রিল সাজেদুল ইসলাম ঋণের প্রস্তুতি চলে জানালেও পরে তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। ওই অবস্থায় মাঠকর্মীরা বুঝে যান তারা প্রতারণার ফাঁদে পড়েছেন।

আছিম পাটুলী ইউনিয়নের ইউপি সদস্য মোস্তফা কামাল, জানান আমি নিজেও এ প্রতারণার শিকার হয়েছি। তারা আমাকে ১ লাখ টাকা ঋণ দেওয়ার কথা বলে পেনশনভাতা ও এককালীন সঞ্চয়ের জন্য ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আমার মতো এমন অসংখ্য লোকের সাথে প্রতারণা করা হয়েছে। বিশেষ করে আছিম, কালাদহ ও ভবানীপুর ইউনিয়নে শাখা খুলে তারা প্রতারণা করেন।

র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক নয়মুল হাসান বলেন, ভুয়া এনজিও খুলে স্বামী-স্ত্রী মিলে প্রতারণার মাধ্যমে গরিব মানুষের টাকা হাতিয়ে নেয়। অভিযোগ পেয়ে তাঁদের দুজনকে গ্রেপ্তার করে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, এনজিও খুলে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দুজনকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। ঘটনাস্থলেও আজ পুলিশ পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে দুজনকে আদালতে সোপর্দ করা হবে।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles