9 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

কানাডিয়ানদের মূল্যবান স্বাস্থ্য তথ্য রক্ষার আহ্বান

কানাডিয়ানদের মূল্যবান স্বাস্থ্য তথ্য রক্ষার আহ্বান - the Bengali Times
বিশেষজ্ঞরা বলছেন বহু কানাডিয়ান প্রতিষ্ঠান স্বাস্থ্য তথ্য সংরক্ষণে আমেরিকান কোম্পানি পরিচালিত ক্লাউড সার্ভার ব্যবহার করছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে অমসৃণ সম্পর্ক গুরুত্বপূর্ণ কানাডিয়ান সম্পদ সুরক্ষা জরুরি করে তুলেছে। এর মধ্যে রয়েছে কানাডিয়ানদের স্বাস্থ্য তথ্য, যা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণে ব্যবহৃত হতে পারে।আমাদের স্বাস্থ্য তথ্য সারাবিশ্বে সবচেয়ে মূল্যবান স্বাস্থ্য তথ্য সেট।

বিশেষজ্ঞরা বলছেন, বহু কানাডিয়ান প্রতিষ্ঠান স্বাস্থ্য তথ্য সংরক্ষণে আমেরিকান কোম্পানি পরিচালিত ক্লাউড সার্ভার ব্যবহার করছে। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রকে বিশ্বের এআই নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য তো রয়েছেই। পাশাপাশি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার বাসনাও রয়েছে তার। এর অর্থ হলো তার প্রশাসন আমাদের স্বাস্থ্য তথ্যের পেছনে ছুটতে পারে। সম্ভবত জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে।

- Advertisement -

ইউনিভার্সিটি অব টরন্টোর এআই রিসার্চ এবং মেডিসিন শিক্ষার অধ্যাপক ড. অমল ভার্মা বলেন, স্বাস্থ্য খাতে কৃত্রিম বৃদ্ধিমত্তার ব্যবহার বাড়তে থাকায় নিখুঁত ও কার্যকর ফলাফল দেওয়ার জন্য অ্যালগোরিদমের সবচেয়ে প্রতিনিধিত্বশীল উপাত্তে প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন রয়েছে।

যুক্তরাষ্ট্রের নিজেদের স্বাস্থ্য তথ্যে এই মাত্রায় অন্তর্ভুক্তি নেই। কারণ, এর বেসরকারি স্বাস্থ্য সেবা ব্যবস্থার অর্থ হলো স্বাস্থ্য বিমা না থাকা বহু মানুষ স্বাস্থ্যসেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হন। এ কারণে তাদের স্বাস্থ্য তথ্য নেওয়া হয় না।

এর অর্থ হলো যুক্তরাষ্ট্রের উপাত্তের ওপর এআই মডেলের প্রশিক্ষণ দিলে তা হবে পক্ষপাতদুষ্ট অথবা নির্দিষ্ট জাতি বা ভাষাগোষ্ঠীর মানুষের ক্ষেত্রে তা কাজ নাও করতে পারে।
স্বাস্থ্য তথ্য বিশেষ করে ইলেক্ট্রনিক মেডিকেল রেকের্ড যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের অর্থনৈতিক লাভের বিষয় হতে পারে। সেক্ষেত্রে আমাদের উপাত্তে প্রবেশ করতে পারলে তা হবে খুবই মূল্যবান।

এ ব্যাপারে মন্তব্যের জন্য অ্যামাজন ওয়েব সার্ভিসেস, মাইক্রোসফট এবং গুগলের সঙ্গে যোগাযোগ করেছিল দি কানাডিয়ান প্রেস। মাইক্রোসফট ও গুগল উভয়েই বলেছে, ধারণামূলক কোনো বিষয়ে তারা মন্তব্য বা ভবিষ্যদ্বানী করতে চায় না। তবে কোনো সরকার যদি উপাত্তে প্রবেশ করতে চায় সেক্ষেত্রে আদালতের আইনসিদ্ধ আদেশ বা পরোয়ানা লাগবে।

- Advertisement -

Related Articles

Latest Articles