7.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের

ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের - the Bengali Times
কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়াল

২৪ এপ্রিল মৃত্যু হয় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের। পরের দিন অর্থাৎ ২৫ এপ্রিল মিশার মৃত্যুর খবর জানিয়েছিলেন তাঁর বাবা-মা। যদিও কী ভাবে মৃত্যু হয়েছে মিশার, সেটা জানানো হয়নি। বুধবার প্রকাশ্যে এল দিশার মৃত্যুর কারণ। পরিবার সূত্রে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আত্মহত্যা করেছেন মিশা। বেশ কয়েক দিন ধরেই নাকি তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবার জানিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মিশার ফলোয়ার সংখ্যা নাকি কমতে শুরু করেছিল। কোনও ভাবেই ইনস্টাগ্রামে ফলোয়ার্স ১ মিলিয়ন হচ্ছিল না। তা নিয়ে নাকি অবসাদে চলে গিয়েছিলেন মিশা।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় মিশার জনপ্রিয়তা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স প্রায় সাড়ে তিন লাখ ছাড়িয়ে গিয়েছিল। ইনস্টাগ্রামে যে ভিডিয়োগুলি মিশা পোস্ট করতেন, সেগুলি সিংহভাগ কমেডি ভিডিয়ো। ধীরে ধীরে মিশার জনপ্রিয়তাও বাড়ছিল। তবে মিশার বাবা-মা বিবৃতিতে জানিয়েছেন, আচমকা কেন ফলোয়ার কমে যাচ্ছিল, সেই বিষয়ে তাঁরা অবগত ছিলেন না।

- Advertisement -

মিশার বাবা-মা যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইনস্টাগ্রাম এবং ভিডিয়ো তৈরি করা ছিল আমাদের মেয়ের জগৎ। ফলোয়ার্স সংখ্যা ১ মিলিয়ন হওয়ার জন্য অপেক্ষা করছিল মেয়ে। কিন্তু আচমকা ফলোয়ার বাড়ার চেয়ে কমে যাচ্ছিল। যে কারণে মেয়ে চুপচাপ হয়ে গিয়েছিল। এক দিন কান্নাকাটিও করে। কাঁদতে কাঁদতে মিশা বলছিল, আমার ফলোয়ার কমে যাচ্ছে। এ বার কি তা হলে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে।’

- Advertisement -

Related Articles

Latest Articles