2.2 C
Toronto
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙে গেছে: হিরো আলম

রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙে গেছে: হিরো আলম - the Bengali Times
মডেল ইতিকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে হিরো আলম

বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি তিনটি সংসার ভেঙেছেন বলে জানিয়েছেন তিনি। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এক নারী মডেলকে সঙ্গে নিয়ে গাজীপুরের একটি পার্কে সংবাদ সম্মেলনে হিরো আলম এ সব কথা জানান।

হিরো আলম বলেন, ‘‘আমার পাশে যিনি বসে আছেন, তার নাম ইতি। তিনি একজন মডেল, গাজীপুরেই বাড়ি। আপনারা জানেন, কিছু দিন আগে আমার বাবা মারা গেছে। এরপরে রিয়া মনির সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। আমার সেই সাবেক বউ তিন তিনটি সংসার নষ্ট করেছেন। আমার পাশে বসা এই আপুটির সংসার নষ্ট করেছেন, আমার নিজের সংসার নষ্ট করেছেন। এছাড়াও আমার বাবাকে দেখাশোনা করতেন, যে মেয়ে তার সংসারও নষ্ট করেছেন।’’

- Advertisement -

হিরো আলম বলেন, আমার বাবা মৃত্যুশয্যায়, অথচ আমার স্ত্রী রিয়া মনি বাবার কাছে না এসে ম্যাক্স রাজুর সঙ্গে ড্যান্স ভিডিও বানায়। এই মেয়েকে নিয়ে কি সংসার করা যায়? তাই আমি রিয়া মনিকে তালাক দিয়েছি। এই রিয়া মনির কারণে আমার সংসার, যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে-সেই মিতির সংসার ও মাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে।

এই সময় ম্যাক্স রাজুর স্ত্রী ইতি বলেন, আমার স্বামীর নাম মুখে নিতে আমার ঘেন্না লাগে। রিয়া মনিকে ধন্যবাদ, কারণ আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছেন।

একসঙ্গে কাজ করতে গিয়ে রিয়ামনির প্রেমে পড়েছিলেন হিরো আলম। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরে হিরো আলম রিয়ামনিকে বিয়ে করেন। তার সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু কাজ করেছেন হিরো আলম।

এরআগে ২০১০ সালে সাদিয়া বেগম সুমির সঙ্গে বিয়ে হয় হিরো আলমের। সেই সংসারে আলো ও আঁখি নামে দুই মেয়ে ও আবির নামে একটা ছেলে সন্তান রয়েছে তার। ২০১৫ সালের দিকে কমেডিয়ান হিসেবে ফেসবুকে ডেব্যু হয় হিরো আলমের।

২০১৯ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের ঘটনায় করা মামলায় গ্রেফতার হন হিরো আলম। পরে ৭ মার্চ দুপুর ১২টার দিকে বগুড়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক আহমেদ শাহরিয়ার তারিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুমিকে মারধরের অভিযোগে ৬ মার্চ বগুড়া সদর থানায় মামলা করেন তার (হিরো আলম) শ্বশুর সাইফুল ইসলাম।

ওই বছরের ১৯ এপ্রিল জামিনে মুক্তি পান হিরো আলম। ১০ হাজার টাকা বন্ডের বিপরীতে তার জামিন মঞ্জুর করেন বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার। তবে প্রথম স্ত্রীর সঙ্গে ছাড়াছড়ির হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles