7.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

এবার আশিক চৌধুরীর ভিডিও শেয়ার করে যা বললেন সোহেল তাজ

এবার আশিক চৌধুরীর ভিডিও শেয়ার করে যা বললেন সোহেল তাজ - the Bengali Times

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি শেয়ার করে সোহেল তাজ ক্যাপশনে লিখেছেন, চমৎকার উপস্থাপনা।

- Advertisement -

বৃহস্পতিবার আশিক চৌধুরীর প্রেজেন্টেশনের একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন সোহেল তাজ। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকেই সোহেল তাজের এই মন্তব্যের সমর্থন জানিয়েছেন এবং বিডার নির্বাহী চেয়ারম্যানের ভূমিকার প্রশংসা করেছেন।

আশিক চৌধুরী বর্তমানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে তার বিভিন্ন পদক্ষেপ প্রশংসিত হয়েছে। সোহেল তাজের মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের তার ভিডিও শেয়ার করা এবং চমৎকার বলা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এটি সম্ভবত বিডার বর্তমান কার্যক্রম এবং বিনিয়োগ উন্নয়নে আশিক চৌধুরীর নেতৃত্বের প্রতি সোহেল তাজের সমর্থন ও স্বীকৃতি বলেও দাবি করছেন কেউ কেউ।

প্রেজেন্টেশন ও আশিক চৌধুরীর প্রশংসা করে সোহেল তাজ লিখেছেন, চমৎকার উপস্থাপনা— একটি সমৃদ্ধ বাংলাদেশের জন্য একটি দুর্দান্ত রোডম্যাপ!

গতকাল বুধবার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রেজেন্টেশন দেন আশিক চৌধুরী। তথ্যবহুল ও সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরার সেই ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। তার এই প্রেজেন্টেশন মন কেড়েছে নেটিজেনদের।

জানা গেছে, আশিক চৌধুরী পেশায় ব্যাংকার। সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টার একটি ফোনকলে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছেন।

আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে হলেও বাবার চাকরির সুবাদে তার বেড়ে ওঠা যশোরে। স্কুল-কলেজের পাট চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)। ২০০৭ সালে স্নাতক শেষেই যোগ দেন দেশের বেসরকারি একটি আর্থিক প্রতিষ্ঠানে।

প্রসঙ্গত, গত বছরের ১২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব এ টি এম শরিফুল আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে সিনিয়র সচিব পদমর্যাদায় বিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। পরে গত ৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles