8 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

বারাক ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেনিফার অ্যানিস্টন

বারাক ওবামার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জেনিফার অ্যানিস্টন - the Bengali Times
জেনিফার অ্যানিস্টন ও বারাক ওবামা

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর নিয়ে নানা মতামত উঠে আসছে। তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

গুঞ্জন রয়েছে যে ওবামা এবং তার স্ত্রী মিশেল ওবামার দাম্পত্যজীবনে টানাপোড়েন চলছে। জেনিফারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন মিশেলের পুরোনো ক্ষতকে নতুন করে জাগিয়ে তুলছে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -

এই পরিস্থিতিতে অবশেষে মুখ খুলেছেন জেনিফার অ্যানিস্টন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এ গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। নিজের ক্যারিয়ারে এটি তার শোনা অন্যতম ‘অদ্ভুত গসিপ’ বলে উল্লেখ করেছেন তিনি।

৫৫ বছর বয়সী এই ‘ফ্রেন্ডস’ তারকা দাবি করেছেন, বারাক ওবামার সঙ্গে তার কেবল সামান্য পরিচয় রয়েছে। এসব গুজব তাকে যেমন বিরক্ত করেছে, তেমনি ওবামা ও মিশেলের জন্যও এটি বিব্রতকর বলে মনে করেছেন তিনি।

অ্যানিস্টনের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এমন মিথ্যা গুজব তাকে অতীতে বারবার অস্বস্তিতে ফেলেছে। এমনকি ব্র্যাড পিটের সঙ্গে তার বিচ্ছেদের সময়ও এমন ভিত্তিহীন খবর প্রভাব ফেলেছিল। তাই এবার তিনি চুপ না থেকে গুজবের জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles