15 C
Toronto
শুক্রবার, মে ১৬, ২০২৫

গভীর রাতে ‘লিফ্‌ট’ নিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী

গভীর রাতে ‘লিফ্‌ট’ নিয়ে ধর্ষণের শিকার কলেজছাত্রী - the Bengali Times
প্রতীকী ছবি

বন্ধুদের সঙ্গে গল্প-আড্ডা সেরে গভীর রাতে বাড়ি ফিরছিলেন ভারতের বেঙ্গালুরুর এক কলেজ ছাত্রী। সেখান থেকে ফেরার পথে এক অচেনা যুবকের বাইকে ‘লিফ্‌ট’ নিয়েছিলেন তিনি। সেই বাইকচালকই তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ওই তরুণী বেঙ্গালুরু শহরের একটি কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী। শনিবার রাতে করমঙ্গল এলাকায় বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তার পর সেখান থেকে হেব্বাগোড়ির দিকে ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তিনি এক যুবকের কাছ থেকে লিফ্‌ট নিয়েছিলেন। মাঝরাস্তায় সেই যুবকই তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

- Advertisement -

বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনান (পূর্ব) রমন গুপ্ত জানিয়েছেন, প্রাথমিক ভাবে পুলিশ সন্দেহ করছে এক জনই অভিযুক্ত রয়েছে এই ঘটনায়। পুলিশের তদন্তকারী দল ইতিমধ্যেই ঘটনাস্থল খতিয়ে দেখে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। পাশাপাশি ভুক্তভোগী, তার পরিবার ও আত্মীয়দের সঙ্গেও কথা বলেছে পুলিশ। ওই তরুণী শনিবার গভীর রাতে বাইকে ওঠার পর কী কী হয়েছিল, তা তদন্ত করে দেখছেন তারা।

এবার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে প্রকাশকেরাএবার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে প্রকাশকেরা
পুলিশ সূত্রে খবর, পাঁচ জনের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে এই ধর্ষণের মামলার তদন্তের জন্য। ইতিমধ্যেই সন্দেহভাজন এক যুবককে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে দ্রুতই গ্রেপ্তার করা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles