
চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তার তিন বছর পার হতে না হতেই নতুন জীবন শুরু করলেন নাগা চৈতন্য। সম্প্রতি অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বাগ্দান সারেন তিনি।
প্রাক্তন স্বামীর বাগ্দান পর্ব মিটতেই নাকি জীবনে নতুন করে প্রেম খুঁজে পেলেন সামান্থা। গুঞ্জন, ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী।
শোনা যাচ্ছে, ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ সিরিজে অভিনয় করার সময় থেকেই নাকি দূরত্ব বাড়ে সামান্থা ও নাগার সম্পর্কে। কারণ সেই একই সময়ে শোভিতার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে নাগার। অবশেষে ২০২১ সালে বিচ্ছেদ হয় তাদের। তার পর থেকেই একাধিকবার অসুস্থ হয়ে পড়েছেন সামান্থা।
অভিনেত্রীর সঙ্গে বিচ্ছেদের পরে অবসাদে ভুগছিলেন নাগাও, এমনটাই খবর। সামান্থার প্রাক্তন শ্বশুর নাগার্জুন জানান, প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পরে তার ছেলে অবসাদগ্রস্ত হয়ে পড়েন। তবে দ্বিতীয়বার মনের মানুষ খুঁজে পেয়ে নাকি নাগা চৈতন্য খুব খুশি।
এবার নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করছেন সামান্থাও। যদিও এই খবর চাউর হতেই অবশ্য ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেন সামান্থা। গাড়িতে তোলা নিজস্বীতে দেখা যাচ্ছে, মধ্যমা আঙুল মাথায় ঠেকিয়ে ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। অভিনেত্রীর টি শার্টে লেখা, ‘শান্তিতে ও নীরবে।’
অনেকেরই ধারণা, অভিনেত্রী হয়তো তাকে নিয়ে ঘনীভূত হওয়া গুঞ্জন সম্পর্কে সকলকে চুপ করিয়ে দিলেন!