14.6 C
Toronto
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

লন্ডনে লুঙ্গি পরে ঘুরছেন তরুণী, নেটিজেনরা বললেন ‘স্যালুট’

লন্ডনে লুঙ্গি পরে ঘুরছেন তরুণী, নেটিজেনরা বললেন ‘স্যালুট’ - the Bengali Times
নেটিজেনদের অনেকেই ভ্যালোরির প্রশংসা করেছেন

লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে হাঁটছেন এক ভারতীয় তরুণী। পথচারীরা অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। সম্প্রতি এমনই একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। এখন পর্যন্ত ভিডিওটি দেখেছেন দশ লাখেরও বেশি মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই তরুণীর নাম ভ্যালোরি। তিনি দক্ষিণ ভারতের সুপরিচিত পোশাক লুঙ্গি পরে লন্ডনে ঘুরে বেড়াচ্ছিলেন। এর মাধ্যমে নিজের তামিল ঐতিহ্য জাহির করেন ভ্যালোরি।

- Advertisement -

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ভ্যালেরি একটি টি-শার্ট ও লুঙ্গি পরে সুপারশপে যাচ্ছেন। কেনাকাটা করছেন। এ সময় সুপারশপে তার ‘অস্বাভাবিক স্টাইল’ দেখে মুগ্ধ হন অন্য ক্রেতারা। নেটিজেনদের অনেকেই ভিডিওটি দেখে ভ্যালোরির প্রশংসা করেছেন।

একজন বলছিলেন তিনি ‘বার্মিংহামে লুঙ্গি পরে ঘুরবেন’। আরেকজন মন্তব্য করেন ‘এভাবেই তিনি যুক্তরাজ্য জয় করেন’। কেউ কেউ ভ্যালোরিকে স্যালুটও দিয়েছেন। মূলত প্রবাসী ভ্যালোরির নিজের শিকড় এবং সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপনের এমন উপায় বিস্মিত করেছে তাদের।

- Advertisement -

Related Articles

Latest Articles