18.9 C
Toronto
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

চলন্ত বিমানে কেবিন ক্রুকে বিয়ের প্রস্তাব পাইলটের

চলন্ত বিমানে কেবিন ক্রুকে বিয়ের প্রস্তাব পাইলটের - the Bengali Times

কেবিন ক্রু পাওলা বাঁয়ে ও পাইলট কনরাড হ্যাংক

চলন্ত বিমানে কেবিন ক্রুকে বিয়ের প্রস্তাব দিলেন পাইলট। তাদের এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে দেখা যায়। ক্যাপ্টেন কনরাড হ্যাংক নামে পোলিশ একজন পাইলট ফুলের তোড়া নিয়ে এই প্রস্তাব দেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটটি তখন ওয়ারশ থেকে ক্রাকো যাচ্ছিল। পথেই বান্ধবী পাওলাকে প্রস্তাব দেন তিনি। জবাব অবশ্যই ‘হ্যাঁ’ এসেছে। তারা দুজনই লোট পোলিশ এয়ারলাইনসে কর্মরত।

- Advertisement -

ক্যাপ্টেন যাত্রীদের সামনে তার বান্ধবীর উদ্দেশে বলেন, আজকের ফ্লাইটে একজন খুব বিশেষ ব্যক্তি আছে। প্রায় দেড় বছর আগে এই চাকরিতে যোগদানের পর আমার পরিচয় হয় সবচেয়ে বিস্ময়কর ব্যক্তির সঙ্গে, যে আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। তুমি কি আমাকে বিয়ে করবে?’

হ্যাঙ্ক এর কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর পাওলা বিমানের আইলে ছুটে যান তার ভবিষ্যৎ স্বামীকে আলিঙ্গন করতে। পোস্টটি দেখার পর অনেকেই এই যুগলকে শুভেচ্ছায় সিক্ত করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles