16.7 C
Toronto
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

তরুণীর সঙ্গে ৬ বছর ধরে প্রেম, বিয়ে করতে না চাওয়ায় প্রেমিকের কাণ্ড

তরুণীর সঙ্গে ৬ বছর ধরে প্রেম, বিয়ে করতে না চাওয়ায় প্রেমিকের কাণ্ড - the Bengali Times
প্রতীকী ছবি

বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় প্রেমিকাকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছেন এক তরুণ। শনিবার ঘটনাটি ঘটেছে ভারতের হিমাচল প্রদেশের কাংরা জেলার পালমপুর এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই তরুণ-তরুণীর প্রথম পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘ দিন আলাপের পর প্রেমের সম্পর্কে জড়ান দুজন। পাঁচ-ছয় বছর ধরে সম্পর্কে রয়েছেন তারা।

- Advertisement -

সম্প্রতি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলে তাতে রাজি হননি তরুণী। সমাজমাধ্যম থেকে তরুণকে ব্লক করে দেন তিনি। ফলে প্রেমিকার সঙ্গে কথা বলার কোনো সুযোগ খুঁজে পাচ্ছিলেন না ওই তরুণ।

শনিবার রাজপুর গ্রামে নিজের বাড়ির উদ্দেশে যাওয়ার জন্য পালমপুরের একটি বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠেন তরুণী। তাকে অনুসরণ করে একই বাসে ওঠেন তার প্রেমিকও। ফের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন তিনি। কিন্তু রাজি না হওয়ায় বাসের মধ্যেই ধারাল অস্ত্র দিয়ে প্রেমিকাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেন ওই তরুণ।

পুলিশ জানিয়েছে, বাসের যাত্রীরা তরুণের হাত থেকে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এরপর অভিযুক্তকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই তরুণীর শরীরের বিভিন্ন জায়গায় ও মাথায় গভীর ক্ষত রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।

- Advertisement -

Related Articles

Latest Articles