9.6 C
Toronto
সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

জ্বালানি সাশ্রয়ে বাড়ির মালিকদের অনুদানের পরিকল্পনা

জ্বালানি সাশ্রয়ে বাড়ির মালিকদের অনুদানের পরিকল্পনা
ছবিইন্টারন্যাচি

নতুন গ্রিন হোম রেনোভেশন কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি নিরীক্ষার জন্য আরও ২ হাজার জনকে প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে ফেডারেল সরকার। প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী সিমাস ও’রিগ্যান বলেন, ২ হাজার জ্বালানি উপদেষ্টা নিয়োগ, প্রশিক্ষণ ও পরামর্শের জন্য ১ কোটি ডলার সরবরাহ করবে সরকার। বাড়িতে জ্বালানি ব্যবহার কীভাবে কমানো যায় গ্রাহকদের সেই পরামর্শ দেবেন তারা।

নতুন কর্মীদের নিয়োগ ও প্রশিক্ষণে আগ্রহীদের কাছ থেকে সোমবার প্রস্তাবও আহ্বান করা হয়েছে। এরপর তারা জ্বালানি নিরীক্ষা ও কানাডা গ্রিনার হোমস গ্র্যান্টের জন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

- Advertisement -

গত ফলে কর্মসূচিটি ঘোষণা করা হলেও এখনও চালু করা হয়নি। কর্মসূচির আওতায় জ্বালানি সাশ্রয় ব্যবস্থার উন্নয়নে বাড়ির মালিকদের ৫ হাজার ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে। তবে প্রাক-মূল্যায়ন ও কাজ পরবর্তী মূল্যায়নের জন্য একজন নিবন্ধিত জ্বালানি উপদেষ্টার প্রয়োজন পড়বে।

২০১৯ সালের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হোম-এনার্জি রেট্রোফিট কর্মসূচির আওতায় ৪০ হাজার ডলারের সুদমুক্ত যে ঋণের প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা তার ভগ্নাংশমাত্র। চলতি বছরের ফেডারেল বাজেটে কানাডা মর্টগেজ অ্যান্ড হাউজিং করপোরেশনকে আগামী পাঁচ বছরের জন্য ৪৪০ কোটি ডলার সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৪০ হাজার ডলারের ঋণ এর অংশ।

অনুদান ও ঋণের বিষয়টিকে আলাদা করবেন কীভাবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য সোমবার দেননি ও’রিগ্যান। তিনি বলেন, এটা জানতে কানাডিয়ানদের অপেক্ষা করতে হবে। তবে ঋণ কর্মসূচির জন্য ২ হাজার নতুন জ¦ালানি উপদেষ্টার প্রয়োজন হবে। এই গ্রীষ্মেই কর্মসূচিটি শুরু হবে। ৫ হাজার ডলার অনুদান দেওয়ার সব প্রস্তুতি হয়ে রয়েছে। দেশজুড়ে ২ হাজার জ¦ালানি বিশেষজ্ঞ নিয়োগ খুবই ভালো বিনিয়োগ।

- Advertisement -

Related Articles

Latest Articles