18.3 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

টিভি প্রোগ্রামে সানাকে সঙ্গে রাখার জন্য প্রযোজকদের অনুরোধ করতেন শোয়েব

টিভি প্রোগ্রামে সানাকে সঙ্গে রাখার জন্য প্রযোজকদের অনুরোধ করতেন শোয়েব - the Bengali Times
সানা জাভেদ শোয়েব মালিক

ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে সম্প্রতি বিয়ে করেন শোয়েব মালিক।

পাকিস্তানের সংবাদমাধ্যম দাবি করেছে বিয়ের তিন বছর আগ থেকেই সানা জাভেদের সঙ্গে সম্পর্ক ছিল শোয়েব মালিকের।

- Advertisement -

পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিককে যখন কোনো টিভি প্রোগ্রামে ডাকা হতো, তখন সেখানে সানা জাভেদকে রাখার জন্য প্রোগ্রামের প্রযোজকদের অনুরোধ করতেন শোয়েব।

সম্প্রতি পাকিস্তানি টিভি চ্যানেল সামা টিভিতে এক পডকাস্টে দেশটির শীর্ষ এক সাংবাদিক নাঈম হানিফ শোয়েব ও সানার সম্পর্ক নিয়ে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে।

হানিফের মতে, এ দুইজনের প্রথম দেখা হয় একটি রিয়্যালিটি শোয়ের সেটে। এরপর তাদের মধ্যে পরস্পরের প্রতি আকর্ষণ তৈরি হয়।

নাঈম আরও বলেন, শোয়েবকে যখন কোনো টিভি প্রোগ্রামে ডাকা হতো, তখন সেখানে সানাকে আনার জন্যও প্রোগ্রামের প্রযোজকদের অনুরোধ করতেন তিনি। দুইজনকেই পূর্বের দাম্পত্য জীবনে সুখী মনে হলেও সানা-শোয়েবের মধ্যে সম্পর্ক আরও গাঢ় হয় বলে জানান পাকিস্তানি সাংবাদিক।

তাদের গোপন এ অভিসারের কথা জানতে পারেন সানিয়া মির্জা, তিনি পরিস্থিতি সম্পর্কে শোয়েব মালিকের পরিবারকে জানাতে উদ্যোগ নেন। এর প্রতিক্রিয়ায় শোয়েবের পরিবার দুবাই গিয়ে পরিস্থিতি ঠিক করে নিতে সানিয়া-শোয়েবকে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত দুজনই ডিভোর্সের পথ বেছে নেন।

- Advertisement -

Related Articles

Latest Articles