6.9 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

শাহবাগ থেকে কাউন্সিলর চামেলীকে অচেতন অবস্থায় উদ্ধার

শাহবাগ থেকে কাউন্সিলর চামেলীকে অচেতন অবস্থায় উদ্ধার - the Bengali Times
সৈয়দা রোকসানা ইসলাম চামেলী

রাজধানীর শাহবাগের বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাশে রাস্তায় অচেতন হয়ে পড়ে থাকা এক নারীকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে তাকে উদ্ধারের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনেন তারা।

নারীর নাম সৈয়দা রোকসানা ইসলাম চামেলী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত আসন-৫ (১৩, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড)-এর কাউন্সিলর তিনি।

- Advertisement -

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এসব নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘জরুরি বিভাগের চিকিৎসক তার পাকস্থলি পরিস্কার করে মেডিসিন বিভাগে ভর্তি দিয়েছেন। কীভাবে তিনি অচেতন হয়েছেন বা কেউ খাবারের সঙ্গে কিছু খাইয়েছিল কী না, তা তিনি সুস্থ হলে জানা যাবে।’

বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া।

নারীর ভগ্নিপতি মিজানুর রহমান জানান, রোকসানা আওয়ামী লীগের কোনও মিটিংয়ে গিয়েছিলেন। রাতে খবর পাই তিনি পিজি হাসপাতালের তিন নম্বর গেইটের পাশে অচেতন অবস্থায় পড়েছিলেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

রোকসানার স্বামীর নাম আবুল হোসেন টাবু। বাসা শাহবাগেই।

- Advertisement -

Related Articles

Latest Articles