9.4 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

স্ত্রীর যে সাফল্যে গর্বিত শাহরুখ খান

স্ত্রীর যে সাফল্যে গর্বিত শাহরুখ খান - the Bengali Times
শাহরুখ খান গৌরি খান

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। তাদের দাম্পত্য জীবন প্রায় ৩০ বছরের। অনেক চড়াই উতরাইয়ের পরও একে অপরের সঙ্গ ছাড়েননি।

গৌরি বলিউ তারকার স্ত্রীই নন! তার নিজেরও একটা পরিচয় রয়েছে। এই মুহূর্তে তিনি ভারতের অন্যতম সেরা ফ্যাশন ডিজাইনার। গৌরীর এই অন্দরসজ্জাশিল্পী হয়ে ওঠার পেছনেও রয়েছেন শাহরুখ।

- Advertisement -

গৌরীর গর্ভে ছেলে আরিয়ান আসার পর মুম্বাইয়ে থাকার জন্য সেই সময়ে সামর্থ্যের তুলনায় বেশি দামে বাড়ি কেনেন শাহরুখ। বাড়িটি কেনার পর আর্থিক শঙ্কটে ঘর সাজানোরর মতো তেমন অর্থ ছিল না। তখন থেকেই গৌরী বাড়িতে বসে খাতা-কলমে ডিজাইন করা শুরু করেন।

এক সাক্ষাৎকারে গৌরী বলেন, আমি খুব ভালো কাজ করতে চাই। হয়তো বিশ্বখ্যাত ইন্টিরিয়র ডিজাইনার হতে পারব না। তবে জীবনে নতুন কিছু করার কোনও বয়স নেই। আমি আমার লক্ষ্যে চলছি। সেই লক্ষ্য রোজ পূরণ হচ্ছে।

তিনি আরও বলেন, আমার সাজানো সব কিছু যখন স্পর্শ করি, তখন নিজেকে একজন সফল নারী হিসেবে গর্ব অনুভব করি। গৌরীর এই সাফল্যে গর্বিত শাহরুখ খানও।

- Advertisement -

Related Articles

Latest Articles