14.8 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

ডালে পোকা আক্রমণ করছে? জেনে নিন টিপস

ডালে পোকা আক্রমণ করছে? জেনে নিন টিপস

বর্ষায় তো বটেই, নিয়মিত রোদে না দিলে বছরের যেকোনো সময়ই পোকা আক্রমণ করতে পারে ডালের বয়ামে।

- Advertisement -

কীভাবে সুরক্ষিত রাখবেন ডাল? জেনে নিন টিপস।

  • ডালের বয়ামে ৮-১০টি লবঙ্গ ফেলে দিন। পোকা আক্রমণ করবে না সহজে।
  • কয়েক কোয়া রসুন রাখলেও পাবেন উপকার।
  • ডালসহ নিম পাতা রেখে দিন ডালের বয়ামে। পোকা ঘেঁষবে না ধারেকাছে।
  • কয়েকটি শুকনো মরিচ ফেলে দিন ডালের ভেতরে। ঝরঝরে থাকবে ডাল।
  • ডালের বয়াম ফ্রিজে রেখে দিতে পারেন।
- Advertisement -

Related Articles

Latest Articles