8.9 C
Toronto
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

প্রেমের টানে পরিবারসহ শরীয়তপুরে তাইওয়ানের তরুণী, ধুমধামে বিয়ে

প্রেমের টানে পরিবারসহ শরীয়তপুরে তাইওয়ানের তরুণী, ধুমধামে বিয়ে - the Bengali Times

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রমজান ছৈয়ালের (৩৪) প্রেমে পড়ে বাংলাদেশে এসেছেন তাইওয়ানের এক তরুণী লিইউ হুই (৩১)।

- Advertisement -

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে রমজানের সঙ্গে ওই তরুণীর বিয়ে হয়। বুধবার ছিল তাদের গায়ে হলুদ।

রমজান নড়িয়া পৌরসভার ৮ নম্বর পশ্চিম লোনশিং গ্রামের মৃত জামাল উদ্দিন ছৈয়ালের ছেলে। তাইওয়ানের তরুণী লিইউ হুইয়ের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নিনা ছৈয়াল। ওই তরুণী তার বাবা-মা ও ভাইকে নিয়ে সোমবার (২১ নভেম্বর) বাংলাদেশে আসেন। ওই দিনই ঢাকার আদালতে আইনজীবীর মাধ্যমে বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেন নিনা। মঙ্গলবার তারা শরীয়তপুরে রমজানের বাড়িতে আসেন।

রমজান জানান, মাধ্যমিক পাস করে ৬ বছর আগে তিনি মালদ্বীপ যান। সেখানে তিনি ও নিনা একটি কোম্পানিতে কাজ করতেন। একপর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই বছর আগে রমজান বাংলাদেশে চলে আসেন ও নিনা তাইয়ান ফিরে যান। তবে তাদের মধ্যে ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ ছিল। পরে দুবাইয়ে চাকরি হয় নিনার। নিনার টানে রমজানও দুবাই চলে যান।

নববধূ বলেন, রমজানের সঙ্গে বিয়ে হওয়ায় আমি আনন্দিত।

নড়িয়া পৌরসভার সাবেক মেয়র শহীদুল ইসলাম বাবু রাঢ়ী বলেন, তাদের সঙ্গে আমি কথা বলেছি। এই দম্পতি যেন সুখী হয় সেই দোয়াই করি।

সূত্র : আরটিভি

- Advertisement -

Related Articles

Latest Articles