7 C
Toronto
রবিবার, মে ১১, ২০২৫

২৮ লাখ বাংলাদেশি কর্মী নেবে সৌদি আরব

২৮ লাখ বাংলাদেশি কর্মী নেবে সৌদি আরব - the Bengali Times

শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের ডেপুটি ইন্টেরিয়র মিনিস্টার ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন বাংলাদেশে থেকে ২৮ লাখ কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে সৌদি সরকার।

- Advertisement -

পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দুটি চুক্তি সই হয়েছে। রোড টু মক্কা চুক্তির ফলে ইমিগ্রেশনের কোনো হয়রানি ছাড়া প্লেন থেকে নেমেই বাংলাদেশি হাজিরা মক্কায় যেতে পারবেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের পুলিশের মধ্যে ট্রেনিং বিনিময় হবে। তাদের নারী পুলিশ সদস্যরা বাংলাদেশ থেকে ট্রেনিং নেবেন। বাংলাদেশের নারী পুলিশ সদস্যরাও তাদের থেকে ট্রেনিং নেবেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

- Advertisement -

Related Articles

Latest Articles