6.4 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

গোপন প্রেম প্রকাশ্যে আনলেন জাহ্নবী

গোপন প্রেম প্রকাশ্যে আনলেন জাহ্নবী - the Bengali Times

ছবি সংগৃহীত

জাহ্নবী কাপুর। শ্রীদেবীকন্যা। বলিউডে গুঞ্জন প্রেম করছেন তিনি। বিভিন্ন পার্টিতে তাকে এক যুবকের কাছাকাছি দেখা যায়। যার নাম অরহান অত্রামনি। দুজনের ঘনিষ্ঠতা, ইনস্টাগ্রামে কমেন্ট চালাচালিসহ নানান ইস্যুতে প্রেমের চর্চা হয় বলিপাড়ায়। কিন্তু বিষয়টি নিয়ে জাহ্নবী কখনোই নিজের প্রতিক্রিয়া জানাননি। সব সময়ই তিনি ছিলেন নীরব। অবশেষে নীরবতা ভাঙলেন এই তারকা।

সরাসরি প্রেমের কথা স্বীকার না করলেও জানালেন, অরহানকে খুব বিশ্বাস করেন তিনি। তাদের মধ্যকার পরিচয়ও দীর্ঘদিনের।

- Advertisement -

সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী এ কথা বলেন। অভিনেত্রী বলেন, “অরিকে (অরহান) অনেক বছর ধরে চিনি। ওর সঙ্গে শুধু অনেক মজা করেছি তা-ই নয়, বন্ধু হিসেবে সব সময় ওর পাশে থেকেছি। অরিও আমাকে উৎসাহ দিয়েছে। ও যখন সঙ্গে থাকে, বাড়ির মতো নিরাপদ অনুভব করি। খুব বিশ্বাস করি ওকে।”

গত ৪ নভেম্বর মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন সিনেমা ‘মিলি’। তবে বক্স অফিসে এটি সুবিধা করতে পারছে না। প্রথম দুই দিনে মাত্র ১ কোটির কাছাকাছি আয় করতে সক্ষম হয়েছে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫ কোটি রুপি।

২০১৯ সালের মালায়লাম সিনেমা ‘হেলেন’-এর রিমেক ‘মিলি’ পরিচালনা করেছেন সত্রম মুথুকুট্টি জেভিয়ার। এতে জাহ্নবীর বিপরীতে আছেন সানি কৌশল।

- Advertisement -

Related Articles

Latest Articles