6.4 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

চন্দনাইশে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক

চন্দনাইশে ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার শিক্ষক - the Bengali Times

চট্টগ্রামের চন্দনাইশে দাখিল মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদরাসার শিক্ষক মোহাম্মদ ফয়সালকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

- Advertisement -

রোববার গ্রেফতার শিক্ষককে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এর আগে শানবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

আদালতে শিক্ষক নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন দৈনিক নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ছাত্রীর বাবার করা মামলায় ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

মামলার বিষয়ে তিনি জানান, ওই শিক্ষক ভুক্তভোগী ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণ করেন। কয়েক দিন আগে একই কায়দায় পুনরায় তাকে ধর্ষণ করতে চাইলে সে চিৎকার করে তখন শিক্ষক পালিয়ে যাযন। পরে শনিবার ওই মেয়ের বাবা চন্দনাইশ থানায় একটি মামলা করেন। মামলার কারণে শিক্ষককে গ্রেফতার করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles