8.6 C
Toronto
মঙ্গলবার, মে ৭, ২০২৪

প্রতিপক্ষ থাইল্যান্ড, জিতলেই বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশ

প্রতিপক্ষ থাইল্যান্ড, জিতলেই বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশ
ফাইল ছবি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নাটকীয় ভাবে হেরে গেছে জিম্বাবুয়ে। তবে হারের পরও বিশ্বকাপে যাওয়ার ম্যাচে ‘বি’ গ্রুপ সেরা হওয়া দলটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে, ‘এ’ গ্রুপের সেরা দল বাংলাদেশ মুখোমুখি হবে রান রেটে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে পড়া থাইল্যান্ডের।

আবু ধাবিতে বুধবার (২১ সেপ্টেম্বর) শেষ হয় গ্রুপ পর্বের লড়াই। ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে সেরা চারে তাদের সঙ্গী হয় আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে শেষ বলে বাউন্ডারি হজম করে আমিরাতের কাছে ৪ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। একই সময়ে হওয়া অন্য ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১২ রানে হারায় থাইল্যান্ড।

- Advertisement -

জিম্বাবুয়ে ও থাইল্যান্ডের পয়েন্ট সমান- ৪। তবে রান রেটে পিছিয়ে থাকায় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল বাংলাদেশের বিপক্ষে খেলবে থাইল্যান্ড। পরের ম্যাচে খেলবে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ফাইনালে যাওয়া দুই দলই খেলবে মূল আসরে।

- Advertisement -

Related Articles

Latest Articles