16.9 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

শেষ মুহূর্তে জার্মানির নাটকীয় জয়

শেষ মুহূর্তে জার্মানির নাটকীয় জয় - the Bengali Times I Bengali Newspaper in Canada
জয়সূচক গোলের পর টমাস মুলার

২০১৭ সালের পর প্রতিযোগিতামূলক ম্যাচে প্রথম গোল পেয়েছেন টমাস মুলার। শুরুতে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ডের গোলে নাটকীয় জয় পেয়েছে জার্মানি। বিশ্বকাপ বাছাইপর্বে রোমানিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে রোমানিয়ার মুখোমুখি হয়েছিল জার্মানি। ঘরের মাঠে প্রথমে ১-০ গোলে পিছিয়ে পড়লেও পরে ২-১ গোলে জয় পেয়েছে স্বাগতিকরা।

- Advertisement -

ম্যাচে ৭৭% বল ছিল জার্মানির দখলে। গোলমুখে মোট ৬ বার শট নিয়ে জার্মানি ২ গোল দিলেও রোমানিয়া ১টি শট করেই সাফল্য পায়।

বার্লিনে অনুষ্ঠিত ম্যাচের ৯ মিনিটে ইয়ানিস হ্যাজির গোলে এগিয়ে যায় রোমানিয়া। এ সময় জার্মানির দুইজন রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ের ফাঁক গলিয়ে আঁড়াআড়ি শট নেন রোমানিয়ার ইয়ানিস। তাতে বল জড়ায় জালে। ১-০ ব্যবধানে প্রথমার্ধের খেলা শেষ করে রোমানিয়া।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে জার্মানি। ৫২ মিনিটে স্কোর শিটে নাম লেখান সার্জ জিনাব্রি। ডি-বক্সের মুখ থেকে মার্কো রয়েসের ছোট কাটব্যাক পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার। জার্মানির হয়ে ৩০তম ম্যাচে জিনাব্রির এটি ২০তম গোল।

৮১তম মিনিটে জয় নিশ্চিত হয় হ্যান্সি ফ্লিক শিষ্যদের। লিওন গোরেজগার অ্যাসিস্টে জার্মানদের হয়ে জয়সূচক গোলটি করেন টমাস মুলার। শেষ পর্যন্ত তার গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়। পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দেয় জার্মানিকে। আর উল্লাসে ভাসে স্বাগতিক সমর্থকরা।

এই জয়ে জে গ্রুপে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল জার্মানি। সমান সংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রোমানিয়া আছে পয়েন্ট তালিকার চারে।

- Advertisement -

Related Articles

Latest Articles