7.3 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

কঙ্গোয় উদ্বোধনের সময় অতিথিদের নিয়ে ভেঙে পড়ল সেতু (দেখুন সেই ভিডিও)

কঙ্গোয় উদ্বোধনের সময় অতিথিদের নিয়ে ভেঙে পড়ল সেতু (দেখুন সেই ভিডিও) - the Bengali Times

উদ্বোধনের আগেই অতিথিদের নিয়ে একটি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটলো মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সেতুটি উদ্বোধনের জন্য কর্মকর্তাদের নিয়ে সদলবলে ফিতা কাটার আগ মুহূর্তেই হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

- Advertisement -

জানা গেছে, বর্ষাকালে বাসিন্দাদের নদী পারাপারে সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয়েছিল। সেই সেতু উদ্বোধনের কার্যক্রম হিসেবে ফিতা কাটলেই শেষ হবে অনুষ্ঠান। কিন্তু এক নারী অতিথি ফিতা কাটার জন্য কাঁচি হাতে নিতেই সবাইকে নিয়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।

এদিকে, উদ্বোধনের সময় সেতুটি ভেঙে পড়ার সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেতুটি ভেঙে পড়ার এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। উপস্থিত নিরাপত্তাকর্মীরা সাথে সাথেই ভুক্তভোগীদের উদ্ধার করেন।

সূত্র : এনডিটিভি ও আল-জাজিরা।

- Advertisement -

Related Articles

Latest Articles