10.5 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

বর্তমান সরকারের সময় আর বেশি নেই: মান্না

বর্তমান সরকারের সময় আর বেশি নেই: মান্না - the Bengali Times
মাহমুদুর রহমান মান্না ফাইল ছবি

এই সরকারের পতন ঘটাতে হবে। আর বেশি সময় নেই বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না। শনিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রায় তিনি এ কথা বলেন।

এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার ভাবছে হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে। কিন্তু সেটা সম্ভব নয়। আর জনগণ রাস্তায় নামলে সরকারকে ক্ষমতা ছেড়ে পালাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

- Advertisement -

বিক্ষোভ সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেন, আমরা জনগণের সরকার চাই। তাই নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান তিনি।

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে না আসলে পরিণতি খারাপ হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। নির্বাচন সামনে রেখে জেল থেকে বড় বড় অপরাধীদের ছেড়ে দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আরও বলেন, দলীয় সরকার নয়, আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে।

- Advertisement -

Related Articles

Latest Articles