9.2 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

প্রেমে ব্যর্থ হয়ে ৭০ কেজি ওজন কমালেন যুবক

প্রেমে ব্যর্থ হয়ে ৭০ কেজি ওজন কমালেন যুবক - the Bengali Times
ওজন কমানোর আগের এবং পরের প্যাভি ছবি সংগৃহীত

অত্যধিক ওজন এবং মোটা হওয়ার কারণে ভারতের নয়াদিল্লির যুবক প্যাভিকে ছেড়ে চলে গিয়েছিল তার প্রেমিকা। প্রেমে ব্যর্থ হয়ে ভেঙে না পড়ে প্রেমিকাকে উপযুক্ত জবাব দিয়েছেন তিনি। জবাব দিতে গিয়ে প্যাভির বানানো টিকটক ভিডিও ইন্টারনেটে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

প্যাভি এবং তার প্রেমিকার সম্পর্কের শুরুতে তার ওজন স্বাভাবিক ছিল।

- Advertisement -

বিভিন্ন কারণে ধীরে ধীরে তার ওজন বাড়তে থাকে। প্রেমিকা ছেড়ে চলে যাওয়ার সময় তার ওজন ছিল ১৩৯ কেজি। এমন স্থূলকায় মানুষের সঙ্গে থাকা যায় না, এমন কথা বলেই সম্পর্কে ইতি টেনেছিলেন সেই প্রেমিকা।

প্যাভি ওজন কমানোর কথা ভেবেছিলেন। কিন্তু এ ঘটনার পর তার মনে জিদ চেপে বসে। ওজন কমানোর লড়াই শুরু করেন তিনি। কঠোর ডায়েটের সঙ্গে দিন-রাত জিমে পড়ে থাকতেন তিনি। পরিশ্রমে বিন্দুমাত্র ফাঁকি দিতেন না। সব সময় তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেত, তাকে রোগা হতে হবে। দীর্ঘ এক বছর পরিশ্রম করার পর ৭০ কেজি ওজন কমান প্যাভি। ১৩৯ কেজি প্যাভির বর্তমান ওজন ৬৯।

ইন্টারনেট ব্যবহারকারীরা তার এই পরিশ্রমের প্রশংসা করছেন। অনেকেই লিখেছেন, প্যাভি তাদের অনুপ্রেরণা।

নিজেকে পুরোপুরি বদলে ফেলার পর প্যাভি বলেছেন, ‘আমি নিশ্চিত, আমার নতুন রূপ দেখার পর আমার প্রাক্তন প্রেমিকা আফসোস করবে। ‘

সূত্র : আনন্দবাজার।

- Advertisement -

Related Articles

Latest Articles