14.7 C
Toronto
সোমবার, মে ৫, ২০২৫

মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট, ল্যান্ডিং মিস

মাঝ আকাশে ঘুমিয়ে পড়লেন দুই পাইলট, ল্যান্ডিং মিস - the Bengali Times
ছবি ইন্টারনেট

৩৭ হাজার ফুট ওপরে মাঝ আকাশেই ঘুমিয়ে পড়লেন উড়োজাহাজের দুই পাইলট! এমনকী ঘুমের কারণে নির্ধারিত সময়ে অবতরণও করতে পারেননি তারা। ঘটনাটি ইথিওপিয়ান এয়ারলাইনসের। গত সোমবার সুদানের খার্তুম থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

এভিয়েশন হেরাল্ডের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, ইটি৩৪৩ ফ্লাইটটি বিমানবন্দরের কাছে এসেও অবতরণ শুরু না করলে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সতর্কতা জারি করে।

- Advertisement -

পাইলটরা ঘুমিয়ে পড়ায় বোয়িং ৭৩৭-এর অটোপাইলট সিস্টেম বিমানটিকে ৩৭ হাজার ফুট ওপরে নিয়ে যায়। এটিসি পাইলটদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। বিমানটি যখন রানওয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছিল, তখন অবতরণ করার কথা ছিল। কিন্তু সে সময় অটোপাইলটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবশেষে অ্যালার্ম বাজিয়ে পাইলটদের ঘুম ভাঙ্গানো হয়।

আরো জানা যায়, নির্ধারিত সময়ের ২৫ মিনিট পর বিমানটি রানওয়েতে অবতরণ করে। ভাগ্যক্রমে এই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। এবং বিমানটিও নিরাপদে অবতরণ করেছে। এভিয়েশন সার্ভিল্যান্স সিস্টেম এডিএস-বি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বিমানের যাত্রাপথের একটি ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যায় আদ্দিস আবাবা বিমানবন্দরের কাছে বিমানটি ঘুরপাক খাচ্ছে।

এদিকে এভিয়েশন বিশ্লেষক অ্যালেক্স মাচেরাস ঘটনাটিকে ‘গভীর উদ্বেগজনক’ মন্তব্য করে টুইট করেছেন। পাশাপাশি পাইলটদের ক্লান্তিকেও দায়ী করেছেন তিনি।

মে মাসেও একই রকম একটি ঘটনা ঘটেছিল। ৩৮ হাজার ফুট উপর দিয়ে নিউ ইয়র্ক থেকে রোম যাওয়ার সময় আইটিএ এয়ারওয়েজের দুই পাইলট ঘুমিয়ে পড়েছিলেন। পরবর্তীতে ঘটনাটি বিমান চলাচল নিয়ন্ত্রক তদন্ত করে নিশ্চিত করেছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles