11.9 C
Toronto
রবিবার, মে ১১, ২০২৫

‘বাবার টাকায় আনন্দ করছ’, ইনস্টাগ্রামে ট্রোলড সারা

‘বাবার টাকায় আনন্দ করছ’, ইনস্টাগ্রামে ট্রোলড সারা - the Bengali Times
সারা টেন্ডুলকার

ভারতের ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকার সিনে জগতে পা রাখছেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছেন। বলিউডেও অভিষেক হতে যাচ্ছে তার।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনেক বন্ধু ও অনুসারী। এবার খ্যাতির বিড়ম্বনায় পড়তে হয়েছে সারাকে।

- Advertisement -

শচিন-কন্যাকে ইনস্টাগ্রামে আপত্তিকর মেসেজ পাঠিয়েছিলেন একজন। তার স্ক্রিনশট নিজের ইনস্টা স্টোরিতে দিয়ে দিয়েছেন সারা।

ওই ব্যক্তি লিখেছেন,‘বাবার টাকা নষ্ট করছ’। এর জবাবও দিয়েছেন সারা। লেখেন, ‘উমম… কফিতে কোনো টাকা খরচ করার মানে সেটা ভালো জায়গায় খরচ করা, নষ্ট করা নয়।’

তার সেই পোস্ট ভাইরাল হয়ে গেছে। সারাকে ইনস্টাগ্রামে ফলো করেন ২.১ মিলিয়ন মানুষ। পেশাদার অভিনয়ের পাঠ নিয়েছেন ইতিমধ্যেই সারা। কিছু বিজ্ঞাপনে কাজ করেছেন। মডেলিংও করেছেন। মায়ের মতো ডাক্তারি পড়লেও বোঝা যাচ্ছে শচিন-কন্যার ঝোঁক গ্ল্যামার ওয়ার্ল্ডেই!

শচিন আর অঞ্জলির বড় সন্তান মেয়ে সারা। ছোট ছেলে অর্জুন বাবার পথে হেঁটেই ক্রিকেটের জগতে পা রেখেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles