10.5 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

রণবীরের প্রথম স্ত্রীর খবর ফাঁস!

রণবীরের প্রথম স্ত্রীর খবর ফাঁস! - the Bengali Times
ফাইল ছবি

আলিয়া নাকি তার দ্বিতীয় স্ত্রী! প্রথম স্ত্রী অন্য এক তরুণী। মহা ধুমধামে ভট্ট-কন্যাকে বিয়ে করার পরে এ কী বললেন রণবীর কপূর! শুধু তা-ই নয়। সরাসরি কবুল করলেন, প্রথমা স্ত্রী নাকি তারই এক অনুরাগিণী!

ভক্তের আজব কাণ্ডকারখানা দেখতে অভ্যস্ত মোটামুটি সব তারকাই। তাই বলে বিয়ে! রণবীর জানান, এই ঘটনা তাকেও যারপরনাই বিব্রত করেছিল। আলিয়ার সঙ্গে বিয়ের সানাই বাজেনি তখনও। রণবীরকে বিয়ে করবেন বলে ওই তরুণী সটান হাজির হয়েছিলেন বাড়িতে। একা নয়, একেবারে পুরোহিতকে সঙ্গে করে। মাথায় সিঁদুরের টীকা, মালা পরে যথা নিয়মে বিয়েও সেরেছিলেন! তবে পাত্র রণবীরের দেখা অবশ্য পাননি। বদলে মুম্বইয়ে তার জুহুর বাংলোটাকেই বিয়ে করে ফিরে যান সেই ভক্ত।

- Advertisement -

নিরাপত্তারক্ষীদের মুখে সে গল্প অবাক হয়ে শুনেছিলেন রণবীর। হাসবেন না কাঁদবেন বুঝতে পারছিলেন না। সম্প্রতি ‘সমশেরা’-র প্রচারে এসে এমন অদ্ভুত কাণ্ডের কথা জানান আলিয়ার স্বামী। সাক্ষাৎকারে হাসতে হাসতেই বলেন, ‘আমার প্রথম স্ত্রীর সঙ্গে এখনও মোলাকাত বাকি! তাই বলে মনের দুঃখে সে আমার বাড়ির গেটটাকে বিয়ে করে চলে যাবে?’

- Advertisement -

Related Articles

Latest Articles