7.3 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

১০তলায় বাবার অর্ধগলিত লাশ, টের পাননি ৬ষ্ঠ তলায় থাকা মেয়ে

১০তলায় বাবার অর্ধগলিত লাশ, টের পাননি ৬ষ্ঠ তলায় থাকা মেয়ে - the Bengali Times

রাজধানীর মালিবাগে বহুতল ভবন থেকে আশিক এলাহী (৭৯) নামে একজনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

শনিবার মালিবাগের বাগান টাওয়ারের ১০ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। একই ভবনের ৬ তলায় মৃতের মেয়ে থাকেন বলে জানিয়েছে পুলিশ।

হাতিরঝিল থানার এসআই উমর ফারুক জানান, নিজ ফ্ল্যাটের ভেতরে বিছানায় আশিক এলাহীর অর্ধগলিত লাশ পড়েছিল। এক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে থাকতেন তিনি। ছেলেটি কয়েকদিন আগে গ্রামের বাড়িতে যায়। আর একই বাড়ির ষষ্ঠ তলায় আশিকের মেয়ে থাকেন।

ধারণা করা হচ্ছে- দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আশিক। পাঁচ থেকে সাতদিন আগে তার মৃত্যু হয়েছে। পরিবারের কেউই তার খোঁজখবর নেয়নি। রাতে দুর্গন্ধ পেয়ে স্বজনেরা প্রথমে লাশ দেখতে পান। পরে পুলিশকে ফোন দেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আশিক এলাহীর বাড়ি ফেনীর পরশুরাম উপজেলায়।

সূত্র : ডেইলি বাংলাদেশ

- Advertisement -

Related Articles

Latest Articles