11.9 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

সহিংসতা প্রচার, পুতিনের মৃত্যু কামনা করা যাবে ফেসবুকে

সহিংসতা প্রচার, পুতিনের মৃত্যু কামনা করা যাবে ফেসবুকে
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনাতেও থাকছে না বিধিনিষেধ

রাশিয়া ও দেশটির সেনাদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করা যাবে সামাজিকমাধ্যম ফেসবুকে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনাতেও থাকছে না বিধিনিষেধ। ইউক্রেনে রুশ আগ্রাসনের পর কয়েকটি দেশের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সেই অনুমোদন দিয়েছে মেটা প্ল্যাটফর্ম।
সহিংসতা প্রচার, পুতিনের মৃত্যু কামনা করা যাবে ফেসবুকে

বৃহস্পতিবার (১০ মার্চ) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। মেটা প্ল্যাটফর্মের একটি অভ্যন্তরীণ ইমেইলের বরাত দেওয়া হয়েছে এতে। এর মধ্য দিয়ে সামাজিকমাধ্যম কোম্পানিটি তাদের বিদ্বেষপ্রচার নীতিতে অস্থায়ী পরিবর্তন এনেছে।

- Advertisement -

রাশিয়া, ইউক্রেন ও পোল্যান্ডের মতো দেশগুলোতে পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মৃত্যু কামনাও করা যাবে। অর্থাৎ সহিংসতা ও উসকানি নীতিতে পরিবর্তন এনে অস্থায়ীভাবে ব্যবহারকারীদের রাশিয়াবিরোধী ঘৃণাপ্রচারের সুযোগ দিচ্ছে মেটা।

ইউক্রেন আগ্রাসন নিয়ে কোনো পোস্ট দিলে সেখানে রাশিয়ার নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার প্রচার করা যাবে। মেটা বলছে, রুশ সেনাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া যাবে। কারণ তারা রাশিয়ার সামরিক বাহিনীর ছায়া হিসেবে কাজ করছে। কিন্তু যুদ্ধবন্দিদের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে না।

এ নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাব দিইনি মেটা প্ল্যাটফর্ম। তবে আর্মেনিয়া, আজারবাইজান, ইস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রোমানিয়া, রাশিয়া, স্লোভাকিয়া ও ইউক্রেনে ফেসবুকের নতুন সহিংসতা প্রচারের নীতি প্রয়োগ করা যাবে।

এর আগে রাশিয়ায় ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিকমাধ্যমটিতে রাশিয়ার সংবাদমাধ্যমের প্রবেশ সীমিত করে দেওয়ার জবাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া টুইটারসহ বিভিন্ন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে ধরপাকড় চালিয়েছে রাশিয়া।

সংঘাত নিয়ে খবরাখবর সীমিত করে দেওয়ার ঘোষণা দিয়েছে অধিকাংশ সামাজিকমাধ্যম। ইউরোপে রাশিয়ার সংবাদমাধ্যম আরটি ও স্পুটনিকনিউজ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইরত উগ্রপন্থী গোষ্ঠী আজভ ব্যাটালিয়নের প্রশংসারও অনুমোদন দিয়েছে ফেসবুক, যা আগে নিষিদ্ধ ছিল।

মেটার মুখপাত্র জো ওসবোন আগে বলেছিলেন, ইউক্রেনের পক্ষে প্রতিরোধ গড়তে আজভ ব্যাটালিয়নের প্রশংসা করা যাবে। সম্প্রতি সামাজিকমাধ্যমের নীতিমালায় এই ব্যতিক্রমী পরিবর্তন আনা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles