7.2 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

নায়িকা সুবাহকে খুঁজছে পুলিশ

নায়িকা সুবাহকে খুঁজছে পুলিশ - the Bengali Times
সুবাহ ছবি ফেসবুক থেকে নেওয়া

ডিজিটাল নিরাপত্তা আইনে চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহ’র বিরুদ্ধে মামলা করেছেন আলোচিত গায়ক ও তার স্বামী ইলিয়াস হোসাইন। গত ১৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় মামলা করেছেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ দৈনিক আমাদের সময় অনলাইনকে জানান, তারা মামলার তদন্ত কাজ এগিয়ে নিচ্ছেন। কিন্তু সুবাহকে খুঁজে পাচ্ছেন না। তার ভাষ্য, ‘আমরা গুরুত্ব দিয়ে মামলাটি দেখছি। কিন্তু এ পর্যন্ত যেখানেই অভিযান চালিয়েছি, সেখানে তাকে খুঁজে পাইনি।’

- Advertisement -

সুবাহ’র বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছর ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস।

মামলার এজাহারে ইলিয়াস বলেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ব্ল্যাকমেইল করেছেন।

এদিকে, সুবাহ’র মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এর আগে, গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সুবাহ।

অভিনেত্রী সুবাহ ও গায়ক ইলিয়াস বিয়ে করেছেন গত বছর ১ ডিসেম্বর। এর ক’দিন পরেই তাদের সংসারজীবনে ফাটল ধরতে শুরু করে। দুজন দুজনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শেষ পর্যন্ত তা আদালত পর্যন্ত গড়িয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles