13.3 C
Toronto
রবিবার, মে ৫, ২০২৪

১২ তলা থেকে ছিটকে পড়া শিশুকে যেভাবে বাঁচালেন ডেলিভারি বয় (দেখুন ভিডিও)

১২ তলা থেকে ছিটকে পড়া শিশুকে যেভাবে বাঁচালেন ডেলিভারি বয় (দেখুন ভিডিও) - the Bengali Times

ভিয়েতনামের হানোই প্রদেশে কিছু জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন ডেলিভারি বয় নুয়েন নক মান। আচমকাই গাড়ির মধ্যে থেকে দেখতে পান অদ্ভূত এক ছবি। নুয়েন নক যে গাড়িতে বসেছিলেন, তার সামনের বাড়ির ১২তলা থেকে এক ছোট্ট শিশু ঝুলতে শুরু করে। ওই দৃশ্য দেখার পর সময় নষ্ট করেননি নুয়েন নক। গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে ওই বাড়ির বারান্দায় নিচে গিয়ে হাত পেতে শিশু কন্যাকে ক্যাচ ধরেন নুয়েন নক। স্থানীয় সংবাদমাধ্যমের ক্যামেরায় সেই ভিডিও উঠে আসতেই সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়।

- Advertisement -

বছর একত্রিশের নুয়েন নক মান ১৬৪ ফুট উচ্চতা থেকে পা হড়কে পড়ে যাওয়া ২ বছরের শিশু কন্যার প্রাণ যেভাবে রক্ষা করেন, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নেটিজেনরা।

ওই ঘটনার পর নুয়েন নক জানান, তিনি যেভাবে দৌঁড়ে গিয়ে ওই শিশু কন্যাকে আঁকড়ে ধরেন, সময়ের আর একটু হেরফের হলেই বড় বিপদ হয়ে যেতে পারত। শুধু তই নয়, ওই শিশুটিকে পড়ে যেতে দেখে, বাড়িতে তাঁর নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। সেই কারণে সময় নষ্ট না করেই ওই শিশুকে বাঁচানোর জন্য প্রাণপন চেষ্টা তিনি করেন বলেও জানান ওই তরুণ।

- Advertisement -

Related Articles

Latest Articles