
যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যের উইচিটা নর্থ হাই স্কুলের একজন ৩০ বছর বয়সী শিক্ষিকা ১৬ বছর বা তার বেশি বয়সী এক শিক্ষার্থীর সঙ্গে অবৈধ যৌন সম্পর্ক গড়ে তুলেছিলেন।
এ সন্দেহে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উইচিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেদিন বিকালেই সেডউইক কাউন্টি জেলে ঢোকানো হয় তাকে। তবে ২৫৯ ডলারের বিনিময়ে তাকে এডমিনিস্ট্রেটিভ ছাড় দেয়া হয়েছে।
উইচিটা পুলিশ জানিয়েছে, সোমবার সকালে তারা একটি কল পায়। সেখানে এক শিক্ষিকা ও শিক্ষার্থীর মধ্যে ‘অনুচিত সম্পর্কের’ অভিযোগ করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয় এবং পরবর্তীতে গ্রেপ্তার করা হয় ওই শিক্ষিকাকে।