11 C
Toronto
রবিবার, মে ২৫, ২০২৫

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আ.লীগ নেত্রীকে জুতা মারল জনতা

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আ.লীগ নেত্রীকে জুতা মারল জনতা - the Bengali Times
গ্রেপ্তার রজনী আক্তার তুশি ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সদর উপজেলার একটি ভাড়া বাড়ি থেকে আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জয় বাংলা স্লোগান দিলে তাকে জুতা ছুড়ে মারে উত্তেজিত জনতা।

শনিবার (২৪ মে) রাতে উপজেলার কাশিপুর ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তারের পর এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রজনী আক্তার তুশি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য।

- Advertisement -

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেত্রী আত্মগোপনে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীসহ বিএনপি দলের নেতাকর্মীরা ওই বাড়িতে অভিযান চালায় ও তাকে অবরুদ্ধ করে রাখে। এ সময় আওয়ামী লীগ নেত্রী রজনী আক্তার তুশি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, বলে স্লোগান দেয়। এতে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে জুতা ছুড়ে মারে ও ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়।

জুলাই আন্দোলনে হামলা / পরস্পরকে চাঁদাবাজ বললেন বৈষম্যবিরোধী ছাত্রনেতারা
এ সময় ওই নেত্রী উত্তেজিত জনতার উদ্দেশে বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমি থানায় যাব। আমাকে কেন মবের শিকার করা হলো। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন মাস ধরে ফরাজীকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়িতে তুশি ভাড়া থাকতেন। পাশের বাড়িতে তার এক আত্মীয়ের পরিচয়ের সুবাদে তিনি এখানে বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমেদ বলেন, ঢাকা-৫ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য রজনী আক্তার তুশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মামলা রয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা সম্ভব হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান কালবেলাকে বলেন, আওয়ামী লীগের এক নেত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। এখন তিনি সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরে তাকে যাত্রাবাড়ী থানায় পাঠানো হবে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles