9.1 C
Toronto
শুক্রবার, মে ২৩, ২০২৫

মন্দিরের মধ্যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অদিতি

মন্দিরের মধ্যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন অদিতি - the Bengali Times
অভিনেত্রী অদিতি রাও হায়দারি

ট্রেনে-বাসে বা রাস্তায় নারীরা প্রায়ই যৌন হেনস্থার শিকার হন। কিন্তু বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি মন্দিরের মধ্যে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। তখন এই তারকার বয়স ছিল মাত্র ১৫ বছর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী।

বলিউডের শক্ত অবস্থান হওয়ার আগে তার চার পাশে কোনও নিরাপত্তারক্ষী থাকত না। আর পাঁচজন নারীদের মতোই ছিল তার যাতায়াত। তাই রাস্তাঘাটে আপত্তিকর ইঙ্গিতের অভিজ্ঞতাও রয়েছে তার। কিন্তু মন্দিরের মতো স্থানে যৌন হেনস্থার ঘটনা আজও তাড়া করে বেড়ায় অদিতিকে।

- Advertisement -

কেরালার এক মন্দিরে গিয়েছিলেন অদিতি। সেই মন্দিরে একটি নিয়ম ছিল, শাড়ি পরেই নারীরা প্রবেশ করতে পারবেন সেখানে। অদিতির কথায়, ‘আমার তখন মাত্র ১৫ বছর বয়স। কেরালার একটি মন্দিরে গিয়েছিলাম। আমরা সকলেই শাড়ি পরে মন্দিরে পুজা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম।’

অভিনেত্রী বলেন, ‘হঠাৎ মনে হল কেউ আমার পেটে হাত দিচ্ছে। পর পর তিন চার বার সেই স্পর্শ অনুভব করলাম। আমি সঙ্গে সঙ্গে পেছন ফিরে তাকাই এবং লোকটার হাত চেপে ধরি। তারপরে ওর গালে কষিয়ে চড় মারি। লোকটা ভয় পেয়ে বলতে শুরু করে, “কী করেছি আমি!” লোকটাকে সেই দিন এমন শিক্ষা দিয়েছিলাম, ওর সারা জীবন মনে থাকবে।’

- Advertisement -

Related Articles

Latest Articles