10.8 C
Toronto
শুক্রবার, মে ২৩, ২০২৫

কানাডা পোস্ট কার্যত দেউলিয়া

কানাডা পোস্ট কার্যত দেউলিয়া - the Bengali Times
কাপলান তার প্রতিবেদনে লিখেছেন আমরা সুপারিশগুলো আমার সিদ্ধান্তের আলোকে এবং সেটাই গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কানাডা পোস্টকে টিকিয়ে রাখার উপায়

বাড়িতে বাড়িতে ব্যক্তিগত ঠিকানায় পর্যায়ক্রমে বন্ধ হওয়া উচিত। একটি ইন্ডাস্ট্রিয়াল এনকোয়ারি কমিশন তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। কমিশন বলেছে, কানাডা পোস্ট কার্যত দেউলিয়া। কারণ, তারা অব্যাহতভাবে আর্থিক সমস্যার মুখে রয়েছে।

কমিশনার উইলিয়াম কাপলান চলমান বিরোধের পরিপ্রেক্ষিতে তার প্রতিবেদনে সাত দফা সুপারিশ করেছেন। শেষ পর্যন্ত এসব সুপারিশ ২২ মে কানাডা পোস্টকে ধর্মঘটের দিকে নিয়ে যেতে পারে।

- Advertisement -

কাপলান তার প্রতিবেদনে লিখেছেন, আমরা সুপারিশগুলো আমার সিদ্ধান্তের আলোকে এবং সেটাই গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠান হিসেবে কানাডা পোস্টকে টিকিয়ে রাখার উপায়।

তিনি বলেন, ক্রাউন কর্পোরেশনটির চার্টার সংশোধন করা উচিত। প্রায় অসম্ভব ডেলিভারি মানদ- অব্যাহত রাখতে পারে না তারা। একই সঙ্গে ব্যক্তিগত ঠিকানায় মেইল ডেলিভারি থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসতে হবে। তবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নিয়মিতভিত্তিতে ডেলিভারি পাওয়া উচিত। যেখানে প্রয়োগযোগ্য সেখানে কমিউনিটি মেইলবক্স প্রতিষ্ঠা করা উচত।

প্রত্যেক কানাডিয়ান তাদের ঠিকানায় সরবরাহ পাওয়ার দাবি রাখেন বলে কাপলান তার প্রতিবেদনে উল্লেখ করা সত্ত্বেও এই সুপারিশ করা হয়েছে। কাপলান তার প্রতিবেদনে কানাডা পোস্ট যেসব সমস্যার মুখে রয়েছে তার একটি রুপরেখা তুলে ধরেছেন। প্রতিবেদনে তিনি বলেছেন যে, প্রতিষ্ঠানটি অস্তিত্বের সংকটে রয়েছে। এটা কার্যত দেউলিয়া।

তিনি আরও বলেন, সরকারের ভর্তুকি ছাড়াই কর্পোরেশনটি যদি তাদের চলমান কার্যক্রম অব্যাহত রাখতে চায় তাহলে তা হবে কঠিন। একই সঙ্গে তিনি সরকারের রুরাল পোস্ট অফিস বন্ধের ওপর স্থগিতাদেশের সুপারিশ করেছেন।

কানাডা পোস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডগ এটিঙ্গার বলেন, কর্পোরেশন, সিইউপিডব্লিউ, কর্মী ও সব কানাডিয়ানের কাছে প্রতিবেদনটি আমরা যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছি সে ব্যাপারে একটি খোলা ও সোজাসাপ্টা মূল্যায়ন তুলে ধরেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles