
আমার এক কলিগ ছিল মিডেলইস্টের একটা দেশের অরিজিন। তাদের পরিবারের সবাই একটা সময়ে কানাডায় চলে এসেছে কোনো না কোনোভাবে। বিশাল পবিরার। মানে তার চাচা-মামা এমন সব রিলেটিভ পর্যায়ের মানুষও কানাডায় চলে এসেছে।
তারা নিজেরাই অনেকগুলো ভাইবোন। তিন বোন ও চার ভাই। আমরা একসঙ্গে চাকরি করতাম। বিভিন্ন সময়ে নানারকম গল্প হতো। একদিন কথায়-কথায় সে জানাল যে, তার আরো একটা বোন ছিল দেশে। আমি তার কথায় একটুখানি বিস্মিত হয়ে জানতে চাইলাম, তোমরা সবাই এলে কানাডায় তাকে কেন নিয়ে এলে না?
সে তখন উদাসী নয়নে আকাশপানে চাইল খোলা বাতায়ন দিয়ে। দুপুরের রোদ তখন খাঁ-খাঁ করছিল বাইরে। পাখিদেরও তখন বোধ হয় ইচ্ছে করছিল না ছুটাছুটি করার। গাছের পাতা দুই-একটা টুপটাপ ঝড়ে পড়ছিল।
আমি তার গা ঝাঁকনি দিয়ে বললাম, কী হলো? হারিয়ে গেলে কেন?
কী আশ্চর্য ! তার মুখে মৃদু হাসি ফুটে উঠল। অথচ সে যে অতীতের স্মৃতিচারণ করল তাতে তার বুকের গভীরে ততটাই বেদনায় মুচড়ানো যা সে যত্নে ঢেকে রাখল।
একটু পরে বলল, বোনটা আমার নেই তো। আমি হতচকিত, স্তম্ভিত হলাম। বললাম কেন? কি হয়েছিল?
একটু থেমে বলল, মা*রা গেছে দুই বছর বয়সে।
আমি দিব্যি ধরে নিয়েছিলাম নির্ঘাত কোনো অসুখের কারণে তার এই অবেলায় চলে যাওয়ার কারণ হবে।
তারপর যা জানাল সে তাতে আমার অন্তর দগ্ধ হলো। তখন অনেকটাই বিশ্বাস করতে পারছিলাম না তার কথা।
এটা অনেক দিন আগের কথা। তখন আমার চোখের সামনে তেমনভাবে কোনো বিশ্বযু* দ্ধ চলতেছিল না। এখন যেমনটা গা*তে চলছে।
সে জানলো, তার দুই বছরের বোনটা স্রেফ না খেয়ে মা*রা গেছে। কোনো ফুড ছিল না তাদের। তাদের দেশও ছিল এক বর্বরোচিত যু*দ্ধ-বিদ্রোহের ঘাঁটি।
তার বোন ছোট ছিল সেসময়। মাত্র দুই বছর বয়স। তার বাবা-মা হয়তো খাবার মেনেজ করে আনতে পারেন নি শিশু মেয়েটাকে খাওয়ানোর জন্য। বড়োরা হয়তো কোনো রকম খেয়ে-না খেয়ে বেঁচে গেছেন। কিন্তু ঐ শিশুটা তার ক্ষুধার ধার হইতে পারে নি। না খেয়ে মা*রাই গেছে। হায়রে পৃথিবী !
সে সময় অনেক বেশি অবাক হয়েছিলাম কলিগের দুই বছরের বোনের না খেয়ে ম*রার খবর শুনে।
আজ অনেক বছর পর আবার নিজেই চাক্ষুষ সাক্ষী হলাম গা*তে হাজার-হাজার শিশুর জাস্ট না খেয়ে ম*রার দৃশ্য দেখে।
গা*র শিশুদের যত দেখছি কলিগের বোনের কথা প্রতিবার মনে পড়ে যায় আমার।
বর্তমানে গা*র যে অবস্থা তা আবার কিছুটা ভিন্ন। গা*র বোর্ডারে আটকে পড়ে আছে দুই-তিনশো ত্রাণের ট্রাক খাবার ও অন্যান্য এইড নিয়ে। ঢুকতে দিচ্ছে না হিস*রাই*ল।
আন্তর্জাতিক মিডিয়ায় গতকালকেই তো বলেছে আটচল্লিশ ঘণ্টা পর চৌদ্দ হাজারের বেশি শিশু না খেয়ে ম*রার অপেক্ষায় আছে।
হিস*রাই*ল সেসব কেয়ার করছে না।
আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।
টরন্টো, কানাডা