8.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, সাক্ষাৎ করলেন নাহিদ ইসলাম - the Bengali Times
প্রধান উপদেষ্টা ও নাহিদ ইসলাম ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের খবর পেয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (২২ মে) বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে। বিষয়টি নিয়ে অনেকই অনেক কথা লিখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

- Advertisement -

আর এ বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে সন্ধ্যায় যমুনায় আসেন নাহিদ ইসলাম। এছাড়া তিনি চলমান রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন।

সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় দুজন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি গুজব জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন।

পরবর্তীতে জানা যায়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি ছড়াতে এ খবর ছড়ানো হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles