7.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

‘৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে সমস্যা কি?’

‘৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে সমস্যা কি?’ - the Bengali Times

জামালপুরে সরিষাবাড়ীতে অর্থের বিনিময়ে ভিজিডি (ভিডব্লিউবি) চাল বিতরণের কার্ড বন্টনের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

- Advertisement -

বুধবার (২১ মে) বিকেলে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে দুইশ টাকা উৎকোচ নেওয়ার ১ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

ভিডিও সূত্রে দেখাযায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রিপন ইউপি চেয়ারম্যানের কক্ষে বসে সাদা কাগজে সুবিধাভোগীদের নাম ও কার্ড নম্বর দেখে লিখছেন। তার পাশে বসা ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন সুবিধাবীদের কাছ থেকে ২০০ টাকাসহ কার্ড নিয়ে স্বাক্ষর করছেন। তাদের এই অবৈধ কর্মকাণ্ডের সময় একজন সুবিধাভোগীকে বলতে শোনা যায় ‘আমি তোমাকে খিলেমু (খাওয়াবো)।’ উত্তরে মোবারক হোসেন বলেন, ‘খিলাইতে হবে না, কার্ড পাইছো এইডাই কপাল ভালা।’ আরেকজনকে বলতে শোনা যায়, ‘একবারে ৬ হাজার টাকার চাইল পাইতাছো, ২০০ টাকা দিতে কি সমস্যা?’ এ ব্যাপারে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন বলেন, সরকারি কোনো পণ্য অর্থের বিনিময়ে বিক্রি করা যাবে না। যারা এই অসৎ কাজে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, ভিজিডি কার্ডের চাল দুস্থ নারীদের জন্য ফ্রিতে দিচ্ছেন সরকার। যদি কেউ এই চাল বিতরণের সময় উৎকোচ গ্রহণ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles