7 C
Toronto
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার!

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার! - the Bengali Times
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি

২০২৪ সালে ডামি নির্বাচন আয়োজন ও ভোট চুরির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারসহ ১৯৩ জনের নামে আদালতে মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২১ মে) সকালে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভূঞাপুর উপজেলা আমলি আদালতে বাদী কামরুল হাসান মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

- Advertisement -

আদালতের পরিদর্শক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিচারক রুমেলিয়া সিরাজাম মামলার বাদীর বক্তব্য লিপিবদ্ধ করেন এবং বাদীপক্ষের আইনজীবীর বক্তব্য শুনে মামলাটি নথিজাতের আদেশ দেন। এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না।

গত সোমবার (১৯ মে) ওই আদালতে মামলাটি করা হয়। এতে স্থানীয় ৫ জন সাংবাদিককেও আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি ও ভোটচুরির নির্বাচন আখ্যায়িত করে দায়ের করা মামলাটি বাদী প্রত্যাহার করে নিয়েছেন। ১৯ মে দায়ের করা মামলায় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে নির্বাচন সংশ্লিষ্ট মোট ১৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি গ্রহণ করে ভূঞাপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন। কিন্তু আজ বুধবার বাদী মামলাটি প্রত্যাহার করে নেন। বাদী কামরুল হাসান মামলাটি চালাবেন না বলে প্রত্যাহারের আবেদন করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles