8 C
Toronto
বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

চেন্নাইয়ে হাসিনার ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে যা জানা গেল

চেন্নাইয়ে হাসিনার ঘুরে বেড়ানোর ভিডিও নিয়ে যা জানা গেল - the Bengali Times
ছবি সংগৃহিত

গত বছরের ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এক অভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি জনসম্মুখে আর দেখা দেননি—এমনটাই প্রচারিত হয়ে আসছে। সম্প্রতি, ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তার মধ্যে শেখ হাসিনা চোখের পরীক্ষা করাতে গেছেন—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে ইতোমধ্যেই অনুসন্ধান চালিয়েছে রিউমর স্ক্যানার।

তাদের অনুসন্ধানে দেখা গেছে, চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ হাসিনার যাওয়ার দাবিটি সঠিক নয়।

- Advertisement -

প্রকৃতপক্ষে, ২০১৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

মূলত, ২০১৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সফরে কানাডার মন্ট্রিলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি। আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে পৌঁছালে ধারণ করা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles