9 C
Toronto
বুধবার, মে ২১, ২০২৫

৫ বিয়ে, ২৫ প্রতারণা: বিয়ে, নেশা, লুট ও পালানো, সিনেমাকেও হার মানাবে

৫ বিয়ে, ২৫ প্রতারণা: বিয়ে, নেশা, লুট ও পালানো, সিনেমাকেও হার মানাবে - the Bengali Times
প্রতীকী ছবি

ভারতের রাজস্থানে এক ‘ডাকাত কনে’র কাণ্ডে তোলপাড় শুরু হয়েছে। নাম অনুরাধা পাসওয়ান (৩২)। তবে শুধু নাম নয়, তার আসল পরিচয় তিনি এক সুসংগঠিত প্রতারক চক্রের হোতা, যারা বিয়ের নামে যুবকদের ফাঁদে ফেলে লুটপাট করত।

অনুরাধা ইতোমধ্যে অন্তত ২৫ জন যুবকের সঙ্গে বিয়ের নামে প্রতারণা করেছেন।

- Advertisement -

রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলা পুলিশ জানায়, অনুরাধা ও তার চক্র সদস্যরা ভুয়া নাম-পরিচয়ে বিভিন্ন শহরে গিয়ে বিয়ের নাটক সাজাত। দরিদ্র ও অসহায় নারীর অভিনয় করে যুবকদের বিশ্বাস অর্জন করতেন অনুরাধা। এরপর হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন করে শ্বশুরবাড়িতে গিয়ে সবাইকে নেশাদ্রব্য মেশানো খাবার খাইয়ে অচেতন করতেন। পরে গয়না, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যেতেন।

সাম্প্রতিক এক ঘটনায় বিষ্ণু শর্মা নামের এক যুবক প্রতারিত হন। গত ২০ এপ্রিল তিনি অনুরাধা পাসওয়ানকে বিয়ে করেন। বিয়ের আয়োজন করেন ঘটক পাপ্পু মীনা, যিনি বিষ্ণুর কাছ থেকে ২ লাখ রুপি নেন।

বিয়ের দুই সপ্তাহের মাথায় অনুরাধা বরের বাড়ি থেকে পালিয়ে যান। সঙ্গে নিয়ে যান ১.২৫ লাখ রুপির গয়না, ৩০ হাজার রুপি নগদ এবং ৩০ হাজার রুপির একটি স্মার্টফোন।

বিষ্ণু শর্মার অভিযোগের পরই পুলিশ অনুরাধার খোঁজ পায় এবং গ্রেপ্তার করে। এখন পুলিশ চক্রটির অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে বিভিন্ন রাজ্যের সঙ্গে সমন্বয় করে তদন্ত চালিয়ে যাচ্ছে।

পুলিশ আরও জানায়, অনুরাধা ও তার সহযোগীরা প্রতিবার ভুয়া নথিপত্র ও জাল বিয়ের কাগজপত্র তৈরি করত। এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যাচ্ছে, প্রত্যেকটি প্রতারণায় একই কৌশল ব্যবহার করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles