13.9 C
Toronto
মঙ্গলবার, মে ২০, ২০২৫

গ্রেপ্তার আতঙ্কে চঞ্চল চৌধুরীর ভারত সফর বাতিল!

গ্রেপ্তার আতঙ্কে চঞ্চল চৌধুরীর ভারত সফর বাতিল! - the Bengali Times

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ক্যারিয়ারের দর্শকদের উপহার দিয়েছেন একগুচ্ছ সিনেমা। অভিনয় করেছেন ছোটপর্দা এবং টেলিভিশন নাটকেও। গত ২৮ এপ্রিল চঞ্চলসহ ১৭ জন অভিনয় শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করেন ভাটারা থানা এলাকার এনামুল হক।

- Advertisement -

এরপর থেকেই ঘুরে ফিরে আসছে অভিনেতার নাম। এরইমধ্যে জানা গেল গ্রেপ্তার আতঙ্কে ভারত সফর বাতিল করেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে এ তথ্য।

বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধীতা এবং সাবেক সরকারের সুবিধাভোগী অভিনয় শিল্পীদের নামে একাধিক হত্যাচেষ্টা মামলা করে হয়েছে। গত রোববার দেশত্যাগের সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। এদিন দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশনে অভিনেত্রীকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। এরপর ফারিয়াকে ডিএমপির ভাটারা থানায় থাকা এক হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়। আদালত অভিনেত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (২০ মে) জামিন দেওয়া হয়েছে নুসরাত ফারিয়াকে। এরপর কাশিমপুর কারাগার থেকে মুক্তিলাভ করেন তিনি। ওই একই মামলায় নাম রয়েছে চঞ্চল চৌধুরী।

এদিকে নুসরাতের গ্রেপ্তারের পর নিজের ভারত সফর বাতিল করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ভারতীয় সংবাদমাধ্যমে এমনটা দাবি করা হয়েছে। ‘নিউজ ১৮’-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে মমতাজ ও নুসরাতের গ্রেপ্তারের পর ভারতের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের কথা থাকলেও সেটা বাতিল করেন চঞ্চল।

রোববার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে অভিনেতার ভারত যাওয়ার কথা ছিল। তবে তিনি যাচ্ছেন না বলেই দাবি করা হয়। গ্রেপ্তার আতঙ্কে আছেন চঞ্চল। এমনকী অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতিসহ অনেক শিল্পীই এখন গ্রেপ্তার আতঙ্কে, এমনটাই দাবি করা হয় সেই প্রতিবেদনে।

এর আগে ভারতের ‘টিভি নাইন বাংলা’-এর এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় টলিউডের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার কথা থাকলেও চঞ্চল নাকি কলকাতায় যেতে পারছেন না। এই অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে চঞ্চলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয় সেই প্রতিবেদনে।

অন্যদিকে, একই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কোনও ব্যক্তিগত কারণে কলকাতায় আসা পিছিয়েছেন অভিনেতা।

অভিনেতা চঞ্চল চৌধুরী বাংলাদেশে যতটা জনপ্রিয়, কলকাতার দর্শকদের কাছে ততটাই প্রসিদ্ধ।

অভিনেতার ‘হাওয়া’, ‘তুফান’ যেমন দর্শকদের পছন্দ হয়েছিল, তেমনই সৃজিত মুখার্জির ‘পদাতিক’-এ মৃণাল সেনের চরিত্রে অভিনয় করে ওপার বাংলার দর্শকদের মন জয় করেছেন চঞ্চল চৌধুরী।

- Advertisement -

Related Articles

Latest Articles