13.9 C
Toronto
মঙ্গলবার, মে ২০, ২০২৫

একই বিছানায় প্রেমিকের জন্য অপেক্ষা করেন যমজ বোন!

একই বিছানায় প্রেমিকের জন্য অপেক্ষা করেন যমজ বোন! - the Bengali Times
প্রতীকী ছবি

অনেকে মনে করেন যমজ ভাই কিংবা বোনেদের আচার আচরণেও অনেক মিল থাকে। কিন্তু তাই বলে একই পুরুষের সঙ্গে সহবাস? এমনই কাণ্ড ঘটিয়েছেন পেডিয়া এবং পিটুনিয়া নামের দুই বোন। দু’জনে মন দিয়েছেন একই পুরুষকে, তাঁর সঙ্গেই ঘর করছেন দুই বোন।

নেটপ্রভাবী দুই বোন এবং তাঁদের প্রেমিক থেম্বা সমাজমাধ্যমে পরিচিত ‘ইউফোরিয়া’ ত্রয়ী নামে। সংবাদমাধ্যমে ত্রয়ী জানিয়েছেন, তাঁদের সম্পর্কের সূচনা বছর দুয়েক আগে। দুই বোন ছুটি কাটাচ্ছিলেন, সেই সময় হঠাৎ করেই হাজির হন প্রেমিকপ্রবর। দুই বোনকেই আইসক্রিম কিনে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন তিনি। সেই আলাপ কিছুদূর গড়াতেই যুবক নিজের মনোবাসনার কথা প্রকাশ করেন। সরাসরি জানান, দুই বোনকে একই সঙ্গে ‘ডেট’ করতে চান তিনি।

- Advertisement -

দুই বোন জানিয়েছেন, প্রথমে কিছুটা সঙ্কোচ থাকেলও পরে এই প্রেম প্রস্তাবে রাজি হয়ে যান দু’জন। যুবক জানিয়েছেন দুই প্রেমিকাকে নিয়ে দারুণ খুশি তিনি। তাঁর দাবি, দুই বোন দুই রকম, এক জন যদি চিনির মতো হন, অপরজন লবণের মতো। দু’জনে একসঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখেন। তবে তিনজনই জানিয়েছেন, কখনও কখনও পাড়া পড়শি খুবই খারাপ নজরে দেখেন তাঁদের। তবু একসঙ্গেই থাকতে চান তিনজন। সম্পর্ক মজবুত রাখতে একই বিছানায় শুতে যান তিনমূর্তি। ঘুরতেও যান একই সঙ্গে। পাশাপাশি ভবিষ্যতে অনেকগুলি সন্তান ধারণের ইচ্ছে রয়েছে বলেও জানিয়েছেন যুবক।

- Advertisement -

Related Articles

Latest Articles