13.2 C
Toronto
মঙ্গলবার, মে ২০, ২০২৫

অসুস্থ নুসরাত ফারিয়া, জানালেন ফেসবুক স্ট্যাটাসে

অসুস্থ নুসরাত ফারিয়া, জানালেন ফেসবুক স্ট্যাটাসে - the Bengali Times
অভিনেত্রী নুসরাত ফারিয়া

হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিনের পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন৷ মঙ্গলবার (২০ মে) বিকেলে ৩টা ২৮ মিনিটে কারাগার থেকে বের হন তিনি। মঙ্গলবার (২০ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে নুসরাত ফারিয়াকে জামিন দেন। গতকাল সোমবার (১৯ মে) দুপুরে নুসরাত ফারিয়াকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছিল৷

এদিকে, কারাগারে থেকে অসুস্থ হয়ে পড়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। বিকেল সাড়ে তিনটার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এমন ইঙ্গিত দেন। এক পোস্টে তিনি লেখেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসবো আপনাদের মাঝে।

- Advertisement -

অভিনেত্রী ফারিয়ার পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হাসান বলেন, গতকাল সোমবার অভিনেত্রী ফারিয়াকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়। জামিন শুনানির তারিখ আগামী ২২মে ধার্য করা হয়। এমন পরিস্থিতিতে আজকে স্পেশাল পুট আপ দিয়ে বিজ্ঞ সিএমএম-১ আদালতে জামিন চেয়ে শুনানি করা হয়। শুনানিতে উত্থাপিত যুক্তিতে আদালত সন্তুষ্ট প্রকাশ করলে ৫ হাজার বন্ডে অভিনেত্রীর জামিন হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles