
আইনের ছাত্রী ছিলেন ছোট পর্দার অভিনেত্রী নিমরত কৌর আলুওয়ালিয়া। ‘বিগবস্’-এর মঞ্চেও আইন নিয়ে পড়াশোনা করার কথা বলেছিলেন তিনি। ছাত্রাবস্থায় এক আইনজীবীর হাতেই হেনস্থার শিকার হয়েছিলেন নিমরিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন তিনি।
তখন নিমরিতের বয়স মাত্র ১৯। সেই সময়ে দিল্লির আদালতে ইন্টার্নশিপ করছিলেন তিনি। এক উচ্চপদস্থ আইনজীবীর কাছে হেনস্থার শিকার হন তিনি। নিমরিত একা নন। এই আইনজীবীর হাতে বহু উঠতি আইনজীবীই যৌন হেনস্থার শিকার হয়েছিলেন, জানিয়েছেন নিমরিত।
আদালতে একটি মামলার শুনানিতে গিয়েছিলেন নিমরিত। আদালতকক্ষে ভিড়। হঠাৎই অভিনেত্রী দেখেন, তাঁর নিতম্বে কেউ স্পর্শ করছেন। নিমরিত সাক্ষাৎকারে বলেছেন, “প্রথমে মনে হল, কেউ আমার নিতম্বে হাত দিচ্ছে। তার পরে মনে হল, আমি হয়তো অতিরিক্ত ভেবে ফেলছি। ভিড়ে ঠাসা আদালতে ভুল করে স্পর্শ হয়ে যেতেই পারে। কিন্তু তার পরে পিছনে ফিরে দেখি ওই লোকটা দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমার চোখের দিকে তাকাচ্ছে না। যেন আমি যে দাঁড়িয়ে রয়েছি, সেটা সে দেখতেই পাচ্ছে না। তখন আমার ভয় লাগতে শুরু করে। আমি একটু সরে দাঁড়াই।”
সরে দাঁড়ানোর পরেও নিস্তার পাননি নিমরিত। অভিনেত্রী বলেন, “তখন মনে হয়, আমার হাতে কেউ স্পর্শ করছেন। পিছন ফিরে দেখি ওই লোকটাই দাঁড়িয়ে। আমার সঙ্গে ওই লোকটাও সরে এসেছিল। আবার আমার নিতম্বে স্পর্শ করতে থাকে সে। আমার চোখে জল চলে আসে। আমি ভয়ে পাথর হয়ে গিয়েছিলাম।”
এর পরে নাকি নিমরিতের শার্টের ভিতরেও স্পর্শ করার চেষ্টা করেছিল সেই আইনজীবী। ঘটনা দেখে এগিয়ে এসেছিলেন এক মহিলা আইনজীবী। সঙ্গে সঙ্গে সবটা খুলে বলেন নিমরিত। কিন্তু আদালতের মধ্যেও যে এমন হতে পারে তা ভেবে আজও ভয় পান তিনি। সূত্র : আনন্দবাজার