
ছবিঃ সংগৃহীত
সম্প্রতি, ব্লু ফেইরি লায়লা মামুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “ওর স্বভাবমতো সে ফিজিকাল অ্যাসল্ট করে। যখন আপনার লাইফ পার্টনার বা যার সাথে সম্পর্ক আছে, তার কাছে ট্রাস্টের জায়গাটা ভেঙে যায়, তখন সেটা কোনভাবেই মেনে নেয়া যায় না।”
তিনি আরো বলেন, “মামুন বলেছে, এখন আমার ফূর্তি করার বয়স, এখন আমার এঞ্জয় করার বয়স। আমাদের একদম ব্যক্তিগত ব্যাপারটা ওই ভদ্রলোক চারটা লাইভের মাধ্যমে এমনভাবে সম্প্রচার করেছে যেটা খুবই একান্ত ব্যক্তিগত। প্রথম থেকেই পুরো ব্যাপারটাই ছিলো আমি ঘুমাচ্ছি, এবং আমি বুঝতেও পারিনি যে লাইভ হচ্ছে। আমি ভাবছিলাম ভিডিও হচ্ছে।”
ব্লু ফেইরি লায়লা আরও অভিযোগ করেন যে, মামুন অনেক সময় ঝগড়া করার সময় ভিডিও অন করে বলে, “তুই যেটা বলবি, সেটা রেকর্ড হবে, আমি রেকর্ড করবো।” তিনি বলেন, “আমি একদম মানুষ প্রাইভেট অবস্থায় যেমন থাকে, যে ধরনের কাপড়চোপড় থাকে, এরকম একটা প্রাইভেট টাইমে, আমি জাস্ট একটা টিশার্ট আর শর্টস পরে বাসায় যেভাবে থাকে, চুল আচড়ানো নাই, কোন অবস্থায় নাই।”
এদিকে, ব্লু ফেইরি লায়লা অভিযোগ করেছেন যে, মামুন তার ক্যামেরা ধরে যে একটা পরিস্থিতি তৈরি করেছে, তাতে তিনি প্রস্তুত ছিলেন না।